সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালী গন্ডামারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

 

মুহাম্মদ মহিউদ্দিন বাঁশখালীঃ

বাঁশখালী গন্ডামারায় পুকুরে ডুবে আব্দুল্লাহ আল নোমান   নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার ১৭ জুলাই বেলা ৪ টার দিকে উপজেলার ৯নং গন্ডামারা ইউনিয়নের দক্ষিণ গন্ডামারা গ্রামের ৩নং ওয়ার্ডের মুয়াজ্জিন বাড়িতে এ ঘটনা ঘটে।শিশু মো: আব্দুল্লাহ আল নোমান ওই গ্রামের মোহাম্মদ ফরিদ উদ্দিনের ছেলে। সে স্থানীয় দিদারিয়া মাদ্রাসার ২য় শ্রেণীর শিক্ষার্থী।
ওই এলাকার মাস্টার কফিল উদ্দিন আহমেদ জানান, দুটি শিশু পুকুরে গোসল করতে নামে তৎমধ্যে শিশু নোমান
পা-পিছলিয়ে পুকুরের গভীরে চলে যায। তাৎক্ষণিকভাবে সবাই প্রাণান্তর চেষ্টা করে আধাঘন্টা খোঁজাখুঁজি পর শিশুটিকে উদ্ধার করা হয়। ততক্ষণে শিশুটির জীবন প্রদীপ নিভে যায়।
আর এই দিকে শিশু নোমানকে হারিয়ে বাক রুদ্ধ পিতা মোঃ ফরিদ। এই সন্তানটিকে ঘিরে ছিল তার হাজারো স্বপ্ন ছিল । সন্তান হারানোর বাবা অধিক শোকে কাতর হয়ে পড়েছেন। এলাকায় শোকের মাতম সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে এক নজর দেখতে তার বাড়িতে শত-শত লোক ভিড় জমায়।

আরও পড়ুন  বাঁশখালীতে প্রবীণ রাজনীতিবিদ আবছার মিয়া চৌধুরী আর নাই
শেয়ার করুন