রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালী গন্ডামারায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারাত্মক আহত যুবক,কেড়ে নিল টাকা

 

মুহাম্মদ মহিউদ্দিন বাঁশখালী,চট্টগ্রাম ।। 
বাঁশখালী গন্ডামারা ইউনিয়নে ছিনতাইকারীর সঙ্ঘবদ্ধ দলের সদস্যরা আব্দুর রশিদ (২৭) নামের এক যুবক কে মারাত্মক ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে ।
রবিবার ১৬ জুলাই রাত আনুমানিক ১১.৩০ টায় হোটেল দোকান বন্ধ করে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে ফজলুর রহমান চৌধুরী সড়কের দরাফ আলী সিকদার বাড়ি পূর্বদিকে স্থানীয় মেম্বার রবিউল আলমের নতুন বাড়ির পূর্ব পাশে আব্দুল গফুরের বাড়ির সামনে কালভার্টের উপরে এ ঘটনা ঘটে।
জানা যায় আহত আবদুর রশিদ ৭ নম্বর ওয়ার্ডের মৃত শফিকুর রহমানের পুত্র। এসএস পাওয়ার প্লান্টের সাথে লাগানো পশ্চিম বড়ঘোনা ৪ নম্বর ওয়ার্ডে হোটেল ব্যবসা রয়েছে তার মূলত পাওয়ার প্লান্টের শ্রমিকদেরকে খাবার পরিবেশন করেন তিনি ।
আব্দুর রশিদ জানান হোটেল বন্ধ করে পায়ে হেঁটে  বাড়ি ফিরছিলাম পথে রাত ১১.৩০ টার দিকে স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল গফুর এর বাড়ির সামনে কালভার্টের উপরে উৎপেতে থাকা  ছয়-সাতজন ব্যক্তি আমার গতিরোধ করে এলোপাতারি শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে। কিছু বুঝে ওঠার আগেই আমার হাতে থাকা একটি থলেতে এক লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে তারা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আমাকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  করান।
চলিত বছরের ১৬ জানুয়ারি একই ওয়ার্ডে  গন্ডামারা ব্রিজ সংলগ্ন কোহিনুর কেমিক্যাল কোম্পানি লি. বিক্রয় প্রতিনিধি মুহাম্মদ দুদু মিয়া সরকারের (৩৮) টাকা ছিনতাই করার প্রাক্কালে  স্থানীয় ছোটন (২৩) এর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। যদিও বা এই ঘটনার সাথে জড়িত প্রধান আসামি কে ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতার করে বাঁশখালী থানা পুলিশ।
স্থানীয় মেম্বার ও রবিউল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান এলাকায় দুষ্কৃতিকারী সংখ্যা বেড়ে গেছে যেসব চিহ্নিত ব্যক্তিরা এসকল দুর্ঘটনা করছেন  তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
বাঁশখালী থানা ওসি কামাল উদ্দিন (পিপিএম বার) থেকে  ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আপনার মারফত বিষয়টা জানতে  পারলাম তবে আহত ব্যক্তি পক্ষ থেকে এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অপরাধী সে যে হোক তাকে কঠোর হস্তে দমন করা হবে  অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত তার ।
আরও পড়ুন  ফের বিধিনিষেধে যা করা যাবে, যা করা যাবে না
শেয়ার করুন