নিজস্ব প্রতিবেদক।।
আগামী (৩০ জুলাই) রবিবার চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সাজ সাজ রব পুরু নির্বাচন এলাকা। নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন সেখানে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (২৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুযায়ী এ উপনির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ আগামী ৩০ জুলাই সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।উল্লেখ্য, গত ২ জুন চট্টগ্রাম-১০ আসনের তিনবারের সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের মৃত্যুতে ৪ জুন আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
নির্বাচনের মাঠে ময়দানে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু কে সরগরম দেখা গেলেও প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীদেরকে মাঠে দেখা যায়নি।
সংবাদটির পাঠক সংখ্যা : ৩