মুহাম্মদ মহিউদ্দিন।।
সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায়
চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হিসেবে নগর যুবলীগের সাবেক আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো: মহিউদ্দিন বাচ্চু কে মনোনয়ন দেয়া হয়। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সভা শেষে রাত সোয়া ৯টায় গণমাধ্যমের সামনে প্রার্থীর নাম প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, মনোনয়ন বোর্ডের সভায় চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে মহিউদ্দিন বাচ্চুকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।
মনোনয়ন বোর্ড সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য ট্টগ্রামের রাজনীতিতে মহিউদ্দিন বাচ্চু বর্ষীয়ান রাজনীতিক প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারি হিসেবে পরিচিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি।আগামী ৩০ জুলাই এ আসনে ভোট।
সংবাদটির পাঠক সংখ্যা : ৬