রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিএমপিতে কর্মসূচির অনুমতি নিতে গিয়ে ৪ জামায়াত নেতা আটক

নিজস্ব প্রতিবেদক।। 

আগামী ৫ জুনের কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে আবেদন জমা দিতে গেলে গেট থেকে জামায়াতে ইসলামীর ৪ নেতাকে আটক করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে যায়। সংগঠনটির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে যায়। সংগঠনটির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জামায়াতের ৪ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভুইয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন ভুইয়া প্রমুখ।

আরও পড়ুন  গণভবনে সংরক্ষিত আসনের ১৫৪৯ মনোনয়নপ্রত্যাশ ডাক পেলেন 
শেয়ার করুন