মুহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম মহানগর।।
শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের পক্ষ থেকে নবনির্মিত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ক্যান্সার ইনস্টিটিউট ও রিসার্চ সেন্টারের জন্য ১ কোটি ২০ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার (১৩ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে এই অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক ও ওয়াই এমডি জাফর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম।
হাসপাতালের জেনারেল সেক্রেটারি রেজাউল করিম আজাদের সঞ্চালনায় হাসপাতালের উন্নয়ন অগ্রগতির নানাবিধ চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান এম এ মালেক, হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন,কো চেয়ারম্যান আবু তৈয়ব ও কার্যকরী সদস্য মোহাম্মদ আলমগীর পারভেজ।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আফসার চৌধুরী, জয়েন্ট ট্রেজারার এসএম কুতুবউদ্দিন,কালচারাল সেক্রেটারি আহসানুল্লাহ,সদস্য ডাক্তার ফজল করিম বাবুল, হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ নুরুল হক, কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম মোস্তাক আহমেদ, উপ-পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন ও ডাক্তার আহমেদ আবু নাসের চৌধুরী,

এছাড়া ট্রাস্টের পক্ষ থেকে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস-এর প্রফেসর ড. মোহাম্মদ জসিম উদ্দিন, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলম, মাইজভাণ্ডার শরিফ উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফযখানা পরিচালনা পর্ষদের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শওকত হোসাইন, ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন।
সংবাদটির পাঠক সংখ্যা : ২২












