মুহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম মহানগর।।
দেশের চলমান ডেঙ্গু পরিস্থিতিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর সহযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে NS1 ডেঙ্গু টেস্টিং কিট ও মেডিকেটেড প্রদান করা হয় ।
গতকাল ১৩ আগষ্ট টাইগারপাসস্থ চসিক কনফারেন্স হলে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । সোসাইটির ট্রেজারার এম.এ ছালাম সভাপতিত্বে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারি আবদুল জব্বার এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা মো: রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম আহসান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসেন,চট্টগ্রাম সিটি ইউনিট এর ভাইস চেয়ারম্যান মো: আলমগীর পারভেজ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আক্তার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আফসার চৌধুরী,জয়েন্ট ট্রেজারার এসএম কুতুবউদ্দিন, কালচারাল সেক্রেটারি আহসানুল্লাহ,চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম, চসিক কাউন্সিলর পুলক খাস্তগীর, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য এইচ এম সালাউদ্দিন, মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, মোঃ মোশরাফুল হক চৌধুরী পাভেল, মোঃ ইমতিয়াজ সহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এম রেজাউল করিম চৌধুরী বলেন, আলোচনা সমালোচনা থাকবে এর মধ্যে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই,চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু শনাক্ত পরীক্ষা ফ্রি করে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দিলে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও প্রস্তুত রাখা হয়েছে। মেয়র বলেন, “চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের সহযোগি প্রতিষ্ঠান হিসেবে প্রতিরোধ ও সচেতনতামূলক কার্যক্রমে হাত দিয়েছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম । ডেঙ্গু শনাক্ত করতে কিট প্রদানের মাধ্যমে মানুষ ডেঙ্গু টেস্ট করে সচেতনতার এক ধাপ এগিয়ে থাকবে। কিটের প্রয়োজনীয়তা অপরিহার্য।কিটস সমূহের মাধ্যমে স্বাস্থ্য খাতে রেড ক্রিসেন্ট যে কাজ কাজ তার গুরুত্বপূর্ণ অবদান রাখছে।” সিটি কর্পোরেশনের আয়োজনে নগরীর প্রত্যেকটি এলাকায় সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে কাজ করছে রেড ক্রিসেন্টের প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকরা।
সংবাদটির পাঠক সংখ্যা : ১০