শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী জন্মদিন পালন

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

 

মুহাম্মদ মহিউদ্দিন( চট্টগ্রাম) মহানগর।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। মধুমতী নদীবিধৌত টুঙ্গিপাড়ার কৃতী সন্তান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা। দিনটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বাণীতে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথ ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে উঠবে উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকে কাল তার যুক্তরাজ্য যাওয়ার কথা রয়েছে। শেখ হাসিনার অনুপস্থিতিতেই তার জন্মদিন উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচিতে উদযাপন করবে আওয়ামী লীগসহ সহযোগী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আজ বাদ আছর নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডে যুবলীগের উদ্যোগে স্থানীয় নিশ্চিন্ত পাড়া জামে মসজিদের ঈদে মিলাদুন্নবি এবং শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে নেতৃবৃন্দরা তার দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সাবেক সদস্য ও ৩৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল আজিম, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ, যুবলীগ নেতা  জসিম উদ্দিন,  এম এ হান্নান রুবেল, অধ্যাপক গোলাম কিবরিয়া ,বি ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা,নুরুদ্দিন, সাবের আহমেদ, যুবলীগ নেতা, মোঃ সারোয়ার, রানা,জাহেদ, সাজ্জাদ, আরিফ,  রাজু ও জিতু প্রমুখ।
আব্দুল আজিম বলেন প্রিয় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন আজ তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কেটে উৎসব না করে তার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আগামী নির্বাচনে তার নেতৃত্বের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে।

শেয়ার করুন