শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও ভয়ঙ্কর ল্যামডা স্ট্রেইন,৩০ দেশে ল্যামডা স্ট্রেইন শনাক্ত

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ভারতে শনাক্ত ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও অধিক ভয়ঙ্কর ল্যামডা স্ট্রেইন। গত চার সপ্তাহে কমপক্ষে ৩০টি দেশে এই স্ট্রেইন শনাক্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এক টুইটে বলেছে, ল্যামডা স্ট্রেইনের উৎপত্তি হয়েছে পেরুতে। বিশ্বের মধ্যে এই দেশটিতে মৃত্যৃর হার সর্বোচ্চ। এরই মধ্যে এই ভ্যারিয়েন্ট বা স্ট্রেইন শনাক্ত হয়েছে বৃটেনেও। সেখানে এতে কমপক্ষে ৬ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। টুইটে আরো বলা হয়েছে যে, গবেষকরা এই স্ট্রেইনকে ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও বেশি সংক্রামক বলে উদ্বেগ প্রকাশ করেছেন। লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট বলছে, ল্যামডা ভ্যারিয়েন্ট বিজ্ঞানীরা সি.৩৭ নামে শনাক্ত করেছেন।

 

শেয়ার করুন