সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে আজ মৃত্যু ৯, শনাক্তের হার ৩৫.০২ শতাংশ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নয় জন মারা গেছেন। একই সময়ে ১২টি ল্যাবে এক হাজার ৮৯০টি নমুনা পরীক্ষা করে ৬৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৪৯ জনের বাড়ি মহানগর এলাকায় ও ২১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে। উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে ১০ জনের বাড়ি লোহাগড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার একজন, বাঁশখালীর নয় জন, আনোয়ারার ছয় জন, চন্দনাইশের দুই জন, পটিয়ার আট জন, বোয়ালখালীর ১০, রাঙ্গুনিয়ার ১৩, রাউজানের ২০, ফটিকছড়ির ৩২, হাটহাজারীর ২১, সীতাকুণ্ডের ৪১, মীরসরাইয়ের ৩৮ জন ও দুই জন সন্দীপ উপজেলার বাসিন্দা।

এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ৬১ হাজার ৫৮৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকা ৪৭ হাজার ৮৩০ ও ১৩ হাজার ৭৫৯ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। এ পর্যন্ত মহানগর এলাকার ৪৮৪ ও উপজেলা পর্যায়ের ২৪৭ জনসহ মোট ৭৩১ জন মারা গেছেন।

শেয়ার করুন