মুহাম্মদ মহিউদ্দিন (চট্টগ্রাম) মহানগর প্রতিনিধি।।
৪ নভেম্বর শনিবার নগরীর আগ্রাবাদস্থ জামান”স রেস্টুরেন্টে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক প্রাাচীনতম ষ্টিভিডোরিং ব্যবসায়ীক প্রতিষ্ঠান “চট্রল ষ্টিভিডোরিং সিন্ডিকেট লিমিটেডের” অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয় ।
পবিত্র কোরআন তেলাওয়াত ও সংগঠনের মৃত ব্যক্তিদের স্মরণে দোয়া এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল অনুষ্ঠানিকতা।
নূর আহমদ মিঠুর সভাপতিতে ও বশির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনীর ও স্বাগত বক্তব্য রাখেন কাজী এনায়েত উল্লাহ, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হাজী জামাল উদ্দিন, হাজী আলী আহমদ, হাজী মোহাম্মদ মহসিন, মোঃ সাইফুল ইসলাম ও আমিনুল ইসলাম প্রমূখ।
উক্ত ব্যবসায়ীর সংগঠনের নেতৃবৃন্দ বলেন, চট্রল ষ্টিভিডোরিং সিন্ডিকেট লিমিটেড ১৯৭২ সাল হইতে চট্টগ্রাম বন্দরে স্টিভিডোর তথা শোর হ্যান্ডলিং কন্ট্রাক্টর হিসাবে বন্দরের অভ্যন্তরে, বহির নোঙ্গরে এবং সদর ঘাট লেশবার্জ জেটিতে অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত কার্য সম্পাদন করে আসছিলেন। ২০০৭ ইং সালে চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ স্টিভিডোরিং প্রথা বাতিল করে বার্থ অপারেটর এবং শীপ হ্যান্ডলিং প্রথা চালু করে এবং ওপেন টেন্ডারের মাধ্যমে বন্দরের অভ্যন্তরে ও বহির নোঙ্গরে ৪২ টি প্রতিষ্ঠানকে কাজের জন্য নির্বাচিত করেন । সেই সময়কার চট্টল ইস্টিভিডোরিং সিন্ডিকেট লিমিটেডের পরিচালকদের অদূরদর্শিতার ও স্বেচ্ছাচারিতার জন্য বন্দরের ষ্টিভিডোরিং কাজ সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে প্রতিষ্ঠানেই সাথে জড়িত শত শত শ্রমিক কর্মচারীরা বেকার হয়ে দীর্ঘ ১৮ বছর মানবেতর জীবন যাপন করছেন।
এছাড়া বিগত সময়ে বার্থ অপারেটর অথবা শিপ হ্যান্ডলিং অপারেটর হিসেবে নিয়োগ পাইয়ে দিবে বলে কিছু বহিরাগত ব্যক্তিরা কোম্পানির অনেকগুলো শেয়ার নামমাত্র মূল্যে ক্রয় হস্তগত করেন, বস্তুতপক্ষে অদ্যবধি পর্যন্ত তারা কোম্পানির জন্য কিছুই করেননি। সভায় ঐ সকল শেয়ার গুলো কোম্পানিতে গ্রহন করা যাবে না বা হস্তান্তর অবৈধ মর্মে প্রস্তাব আনা হলে উপস্থিত সকল সাধারণ অংশীদার গণ হাততুলে গ্রহণ করা যাবে না মর্মে সম্মতি জ্ঞাপন করলে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সংকট উত্বরণে জন্য অংশীদার দের মধ্যে কয়েকজন উদ্যোগী হয়ে প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ড গঠন করে চট্টগ্রাম বন্দরের বার্থ অপারেটর, শীপ হ্যান্ডলিং অপারেটর” এ নিয়োগ পেতে মূলত তাদের এই অতিরিক্ত সাধারণ সভা। সবার সমন্বিত প্রচেষ্টা থাকলেই অচিরেই প্রাচীনতম এই ব্যবসায়ী সংগঠন কে দাঁড় করাতে চান সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ হারুন, মোঃ শহীদুল্লাহ, মোহাম্মদ আব্দুল কাদের হিরো সহ শত শত শেয়ারহোল্ডার ও তাদের প্রতিনিধিগণ।
সংবাদটির পাঠক সংখ্যা : ৩