সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এফবিসিসিআই এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মাহবুবুল আলমকে চমাশিহার পক্ষ থেকে সংবর্ধনা

মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর ।।
চট্টগ্রামের কৃতি সন্তান মাহবুবুল আলম ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে অদ্য ২৩ নভেম্বর ২৩  ইং তারিখ এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে এবং কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ এর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক ও ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান এম এ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি, ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির কো-চেয়ারম্যান এস এম আবু তৈয়ব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা ও সদস্য মোঃ আলমগীর পারভেজ। সংবর্ধিত অতিথি মাহবুবুল আলম বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামবাসীর গর্বের প্রতিষ্ঠান। তিলে তিলে গড়ে উঠা এই হাসপাতাল আজ একটি বিশাল মহিরুহে পরিনত হয়েছে। এটি জনগনের অর্থায়নে এবং সম্পূর্ণ নাগরিক উদ্যোগে প্রতিষ্ঠিত দেশের সর্ববৃহৎ বেসরকারী হাসপাতাল। এই হাসপাতালের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা বিভিন্ন ভাবে অবদান রেখেছেন তিনি প্রত্যেককে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি আরো বলেন, অতি অল্প সময়ের মধ্যেই এই হাসপাতালের উদ্যোগে এখানে একটি অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হয়েছে, যা খুবই অবিশ্বাস্য। সরকারীভাবেও যেখানে ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা সম্ভব হয়নি সেখানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অধীনে একটি অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল মাত্র দুই বছর সময়ের মধ্যে চালু করা সম্ভব হয়েছে, যা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। তিনি এজন্য ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটি, হাসপাতালের পরিচালনা পরিষদ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। এই ক্যান্সার হাসপাতালের মাধ্যমে চট্টগ্রামের ক্যান্সার রোগীরা যাতে স্বল্প খরচে চিকিৎসা সেবা পেতে পারে এজন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আরো বলেন, চট্টগ্রামের ক্যান্সার রোগীদের এখন আর ক্যান্সার চিকিৎসা ও রেডিওথেরাপির জন্য চট্টগ্রামের বাইরে যেতে হবেনা। তিনি চিকিৎসা সেবার মান নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের নিকট আহবান জানান। ক্যান্সার হাসপাতালের অবশিষ্ট কাজ সম্পন্ন করার জন্য তিনি সর্বাত্বক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এজন্য তিনি দেশের শীর্ষ ব্যবসায়ী ও ব্যাংক সমূহের সাথেও কথা বলবেন বলে জানান। তিনি বলেন, চট্টগ্রামের একজন সন্তান হিসেবে এই হাসপাতালের জন্য কাজ করা আমার নৈতিক দায়িত্ব। অতীতেও আমি আপনাদের সাথে ছিলাম ভবিষ্যতেও আপনাদের সাথে থাকব ইনশা আল্লাহ। তিনি মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে তাকে সংবর্ধিত করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রধান অতিথি জনাব এম এ মালেক বলেন, চট্টগ্রামের সর্বস্তরের জনগনের সর্বাত্বক সহযোগীতায় আমরা মাত্র দুই বছর সময়ের মধ্যে এই ক্যান্সার হাসপাতাল চালু করতে পেরেছি। অবশিষ্ট কাজও আমরা স্বল্প সময়ের মধ্যে শেষ করতে পারব ইনশা আল্লাহ। আমি চাই চট্টগ্রামের প্রতিটি মানুষ এই ক্যান্সার হাসপাতালের কাজে অংশ গ্রহণ করুক। প্রত্যেকের অতি ক্ষুদ্র দানকেও আমরা সাদরে গ্রহণ করব। তিনি নবনির্বাচিত এফবিসিসিআই প্রেসিডেন্টকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং চট্টগ্রামের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার উদাত্ত আহবান জানান। বিশেষ করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ও নবনির্মিত ক্যান্সার হাসপাতালের জন্য তার সর্বাত্বক সহযোগীতা কামনা করেন। বিশেষ অতিথি এস এম আবু তৈয়ব বলেন, আমার বিশ্বাসই হচ্ছে না এত অল্প সময়ের মধ্যে আমরা এই স্বপ্নের ক্যান্সার হাসপাতালটি চালু করতে পেরেছি। আমার মনে হয় নাগরিক উদ্যোগে প্রতিষ্ঠিত এই ক্যান্সার হাসপাতালটি চট্টগ্রামের মানুষের জন্য উদাহরণ হয়ে থাকবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডাঃ কামরুন নাহার দস্তগীর, অর্গানাইজিং সেক্রেটারী জনাব মোহাম্মদ সাগির, সদস্য মোঃ হারুন ইউসুফ, এ এস এম জাফর, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, প্রফেসর সিরাজুন নুর রোজী, প্রফেসর তাহেরা বেগম, প্রফেসর অলক নন্দী, উপ-পরিচালক (প্রশাসন)  মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডাঃ মোঃ আবু সৈয়দ চৌধুরী, ডাঃ শামসুন নাহার বিনতে মান্নান, অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ শেফাতুজ্জাহান প্রমুখ। অনুষ্ঠানে মাহবুবুল আলম এর পরিবারের পক্ষ থেকে উনার ছোট ভাই মোঃ মোরশেদ উল আলম, মোঃ শাহেদ উল আলম, মোঃ মাহমুদুল আলম ও মোঃ জাবেদুল আলম উপস্থিত ছিলেন। উল্লেখ্য মাহবুবুল আলম এর পারিবারিক প্রতিষ্ঠান আনোয়ারা আলম ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্যান্সার হাসপাতালের জন্য ১ কোটি টাকা অনুদান প্রদান করা হয়। ক্যান্সার হাসপাতালের ৩য় তলার ফ্লোরটি উনার মায়ের নামে “আনোয়ারা আলম ফাউন্ডেশন” এর নামে নামকরণ করা হয়। তিনি প্রধান অতিথি ও তার পরিবারের সদস্যগণকে নিয়ে ক্যান্সার হাসপাতালের উক্ত ফ্লোরটি পরিদর্শন করেন এবং ফিতা কেটে এর উদ্বোধন করেন।
আরও পড়ুন  গাউছিয়া কমিটি বাংলাদেশ বন্দর থানার স্বাগত র‌্যালী
শেয়ার করুন