শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

চট্টগ্রাম-১১ আসনের নৌকার মাঝি হতে চান যে ২৯ জন ব্যক্তি

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর। ।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট ৩ হাজার ৩৬২ জন। জাতীয় সংসদের ৩০০ আসনের বিপরীতে তারা মনোনয়ন ফরম কেনেন।
গড়ে প্রতি আসনে ১১ জন এ ফরম কিনলেন।
চট্রগ্রামের আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৬৫৯ জন । তার মধ্যে চট্টগ্রাম বন্দর পতেঙ্গা এলাকার ১১ আসন থেকে মোট ২৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।তারা হলেন ১.শেখ মোহাম্মদ ইসহাক,২.মোঃ এনামুল হক, ৩. মোঃ আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু,৪. আজম নাছির উদ্দিন,৫. মোঃ শফর আলী,৬. জিয়াউল হক সুমন, ৭. রাশেদুল হাসান,৮. দেবাশীষ পাল দেবু, ৯. আব্দুল লতিফ, ১০. মোঃ খোরশেদ আলম সুজন, ১১.নজরুল ইসলাম বাহাদুর, ১২. রেখা আলম চৌধুরী, ১৩. মোঃ জাবেদ ইকবাল, ১৪. সওগাতুল আনোয়ার খান, ১৫.মশিউর রহমান চৌধুরী, ১৬. ইকবাল আলী, ১৭.মোজাফফর আহমদ,১৮.হাজ্বী জাহাঙ্গীর আলম চৌধুরী, ১৯. মোঃ ইলিয়াছ,২০. মোহাম্মদ আমিনুল হক, ২১.ইমরান ফাহিম নূর,২২. সায়রা বানু রুশ্নি, ২৩. মোঃ সাইফুল ইসলাম, ২৪. মোঃ মনোয়ার হোসেন নোবেল,২৫.মাহবুবুর রহমান২৬.নওশাদ সরোয়ার ২৭.ছালেহ আহমেদ চৌধুরী,২৮. মোহাম্মদ এনামুল হক মুনিরী ২৯.আকবর হোসেন

গত শনিবার (১৮ নভেম্বর) সকালে শুরু হওয়া আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি এবং জমাদান কার্যক্রম শেষ হয় মঙ্গলবার (নভেম্বর ২১) বিকেলে।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি এবং অনলাইনে এসব মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ।

মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে জানান, গত চার দিনে সর্বমোট তিন হাজার ৩৬২ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন এবং জমা দিয়েছেন।

এতে পাওয়া গেছে মোট ১৬ কোটি ৮১ লাখ টাকা

শেয়ার করুন