শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

সাপ্তাহিক “পূর্বধারা “পত্রিকা আত্মপ্রকাশের  প্রস্তুতি  উপলক্ষে মতবিনিময় ও পরামর্শ সভা

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

মুহাম্মদ মহিউদ্দিন (চট্টগ্রাম) মহানগর ।। 
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চট্টগ্রাম থেকে প্রকাশিত হতে চলছে জাতীয় মানের একটি সাপ্তাহিক ট্যাবলয়েড পত্রিকা “পূর্বধারা”। মূল ধারার সাংবাদিকতাকে উজ্জীবিত  রাখতে “নেপথ্যের সংবাদ” স্লোগানে (গভ: আবেদিত )  সাপ্তাহিক পূর্বধারা’র সূচনা সংখ্যা আত্মপ্রকাশের প্রস্তুতি উপলক্ষে বিদগ্ধ গুনিজনদের নিয়ে এক মতবিনিময় ও পরামর্শ   সভা  ৬ ডিসেম্বর’২৩ ইং বুধবার  বিকাল ৪ টায় আগ্রাবাদস্থ অভিজাত রেস্তোঁরা “সাংরী-লা’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
“সাপ্তাহিক পূর্বধারার “প্রকাশক ও সম্পাদক সাংবাদিক মহিউদ্দিনের সঞ্চালনায় সম্পাদনা পর্ষদের চেয়ারম্যান চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল পরিচালনা পর্ষদের  প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে এবং সম্পাদনা  পর্ষদের ভাইস চেয়ারম্যান বিশিষ্ঠ ব্যবসায়ী, শিল্পপতি ফোর জুয়েল স্টিভিউটর সিন্ডিকেট লিমিটেডের পরিচালক, সমাজসেবক ও মানবিক মানুষ আলহাজ্ব লায়ন মোঃ শাহজাহান শরীফের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন  শিল্পপতি ফোর জুয়েল স্টিভিউটর সিন্ডিকেট লিমিটেডের পরিচালক, সমাজসেবক আলহাজ্ব সেলিম রেজা শরীফ  (সিআইপি), প্রধান আলোচক ছিলেন  চট্টগ্রামের তরুন আইকনিক ব্যবসায়ী, শিল্পপতি, রাজনীতিবিদ ও সমাজসেবক ট্রীম ট্রেড লিমিটেড  ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাবেদ ইকবাল। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডঃ মোহাম্মদ ফরিদ উদ্দিন ফারুখ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ” সাপ্তাহিক পূর্বধারা “পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক এনামুল হক রাশেদী।
অনুষ্ঠানে  আমন্ত্রিত অথিতিদের মধ্যে বক্তব্য রাখেন  চট্টগ্রাম জেলা পরিষদ কার্যালয়ের কর্মকর্তা বিশিষ্ট প্রাবন্ধিক নুরুল মোহাম্মদ কাদের, নগরীর দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান  অধ্যাপক গোলাম কিবরিয়া ও সাংবাদিক নজরুল ইসলাম ও  মোহাম্মদ তানভীর।
এছাড়া  মত বিনিময় সভায় উপস্থিত থেকে সম্মানিত অতিথিদের  মধ্যে গুরুত্বপুর্ন পরামর্শ ও অভিমত ব্যক্ত করেন , গলুই প্রকাশনার স্বত্বাধিকারী কাজী সাইফুল হক, বিশিষ্ট সমাজসেবক সালাউদ্দিন ইউসুফ রাসেল, বাঁশখালীর গন্ডামারা  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সিকদার,  ইঞ্জিনিয়ার মুজিবুল হক , সমাজ সেবক কামরুল হুদা চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী,  মানবাধিকার কর্মী মোজাম্মেল হক,  মোহাম্মদ তাজউদ্দিন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে আজীবন সদস্য তাজউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মোঃ মুজিব, মেসার্স এন্ এইস এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোহাম্মদ এরশাদ আলম, লাইম লাইট স্কুলের সহকারী প্রধান জহুর উদ্দিন জহির,  বাঁশখালী বিজনেস  ঐক্য  ফোরামের সভাপতি  জসিম হায়দার , চট্টগ্রাম বন্দর ট্রাক মালিক সমিতির সদস্য মোঃ মনিরুল করিম জুয়েল, মেহের আফজাল পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য দিদারুল ইসলাম  , আমিনুল হক, মোঃ মুজিব, মোঃ শহিদুল আলম , মোঃ আবুল বাশার, সংগঠক পারভেজ  কামাল , মোহাম্মদ জসিম উদ্দিন ও রাকিব খসরু  প্রমুখ।
এ সময়  বিশিষ্ঠ ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।
শেয়ার করুন