বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে সাংবাদিকসহ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে মামলা 

অনলাইন ডেস্ক নিউজ ।।

চট্টগ্রামের বাঁশখালীতে সহিংসতার অভিযোগে সাংবাদিকসহ স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানের (ঈগল প্রতীক) সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছেন নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সমর্থক সরল ইউনিয়নের সরল গ্রামের আবু শামার ছেলে মো. হারুনুর রশিদ (৪৫)।

এ মামলায় ৯ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। মামলার আসামিরা হলেন- বাঁশখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আরিফ মাইন উদ্দিন (৪১), বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফের ছেলে আইনজীবী মো. আলমগীর কবির (৪২), বীর মুক্তিযোদ্ধা মৃত শফিক আহমদের ছেলে আমির মিয়া (৩৬), দৈনিক কালবেলার বাঁশখালী প্রতিনিধি আবদুল আউয়াল টিপু (২৮), উত্তর জলদি ৫ নম্বর ওয়ার্ডের মৃত রহিম উল্লাহর ছেলে মো. ফারুক (৪৭), মো. সিরাজ (৪২), দেলোয়ার হোসেনের ছেলে মো. জাহেদুল ইসলাম রুবেল (৩৪), ফরমান আলীর ছেলে আলী ইমন (২৩) ও মৃত আবদুল মাজেদের ছেলে মো. বেলাল (৩৪)। মামলায় ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।বুধবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে মামলাটি দায়ের করা হলেও বিষয়টি প্রকাশ পায় শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে। বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার মামলা দায়েরের বিষয়টি স্বীকার করে বলেন, স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানের সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নৌকা প্রতীকের এক সমর্থক। তদন্ত করে এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।বাদী হারুনুর রশিদ মামলার এজাহারে উল্লেখ করেছেন, গত ১৯ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী শীলকূপের এক নির্বাচনী প্রচারণায় যাচ্ছিলেন। এই সময় বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বাদীসহ এমপির কর্মী-সমর্থকদের ওপর কিরিচ দিয়ে হামলা করেন আসামিরা। ওই সময় বন্দুক উচিয়ে আসামিরা গুলি করার হুমকিও দিয়েছেন। ওই হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করা হয় এজাহারে।বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও ঈগল প্রতীকের উপদেষ্টা শ্যামল দাশ বলেন, ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা রয়েছে। প্রকৃত ঘটনা কী হয়েছে তা সিসিটিভি ফুটেজে থাকবে। এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী নিজে উপস্থিত থেকে তার কর্মী-সমর্থকদের দিয়ে হামলা করেছিলেন। এরপর তিনি উল্টো মিথ্যা মামলা করেছেন, যা কাম্য নয়।

শেয়ার করুন