আন্তর্জাতিক ডেস্ক
ভারতের উত্তর প্রদেশে ঐতিহাসিক আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে (এএমইউ) ‘মুসলিম’ শব্দে তীব্র আপত্তি জানিয়ে এর বিরুদ্ধে আইনি অবস্থান নিয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার। গত ১০ জানুয়ারি সুপ্রিম কোর্টে হলফনামার মাধ্যমে কেন্দ্র সরকার অভিযোগ করে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কোনো নির্দিষ্ট ধর্ম বা ধর্মীয় সম্প্রদায়ের বিশ্ববিদ্যালয় নয় এবং তা হতেও পারে না। এ প্রসঙ্গে গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) দেশটির প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাত সদস্যের সুপ্রিম কোর্ট বেঞ্চ জানিয়েছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে অনুদান নেয়ার মানে এই নয় যে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সংখ্যালঘু বা ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে নিজের পরিচিতি হারাবে। চতুর্থ দিনের শুনানিতে এমন মন্তব্য করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। খবর ডেকান হেরাল্ড ও লাইভ ল।