শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

৩৩ বছর পূর্বের হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

নিজস্ব প্রতিবেদক।।

আনোয়ারা থানার ৩৩ বছর আগের হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  সোমবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মো.ওছমান ও নুরুজ্জামান।  

মামলার নথি থেকে জানা যায়, আনোয়ারা থানার গহিরা গ্রামের হাড়িপাড়ায় ১৯৯১ সালের ২৪ জুন ঘরের ভেতর ঢুকে আজিজুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।এই ঘটনায় নিহতের ভাই আবদুল নবী বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করলে ১৯৯৩ সালের ১০ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অশোক কুমার দাশ বলেন, ৯ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. ওছমান ও নুরুজ্জামানকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় দুই আসামি পলাতক ছিলেন।পরে আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

শেয়ার করুন