বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতাল লিমিটেডের ৭ম এজিএম

 

মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি।।

বাঁশখালী উপজেলার স্বনামধন্য বেসরকারি হাসপাতাল রামদাশহাটস্থ বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতাল লিমিটেডের ৭ম বার্ষিক সাধারণ সভা (এজিএম)১৬ ফেব্রুয়ারি ২০২৪ ইং শুক্রবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।এতে হাসপাতাল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শেয়ারহোল্ডারগণ প্রত্যক্ষ ভোট প্রদান করেন। সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে চলে ভোটগ্রহণ।নির্বাচনে আগামী ৫ বছরের জন্য বিপুলভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এডভোকেট মোহাম্মদ নাছের। মোট কাস্টিং ১২৭ ভোটের মধ্যে ১১২ ভোট পেয়ে তিনি তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট আনোয়ার সাদাত, নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মাস্টার মোহাম্মদ হাসান, শফিক আহমদ, মহসিন উদ্দিন ও জহির উদ্দীন।ভোটগ্রহণ শেষে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) শুরু হয়। চেয়ারম্যানের উদ্বোধনী বক্তব্য, ২২-২৩ অর্থবছরের আর্থিক বিবরণী পাঠের পর চেয়ারম্যান নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।পরবর্তীতে প্রশ্নোত্তর পর্ব ও সমাপনী বক্তব্যের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) সমাপ্তি ঘোষণা করা হয়।

 

শেয়ার করুন