মুহাম্মদ মহিউদ্দিন, বিশেষ প্রতিবেদক।।
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য পরিবেশে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতি ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ অমর একুশের প্রথম প্রহরে নাগরিক ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীলিগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ ভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ।
ওয়ার্ড আওয়ামী লীগ লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ হাসান বলেন, হাজী মোহাম্মদ হাসান বলেন, সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় বর্তমানে বিভিন্ন উপলক্ষে ইংরেজি ভাষার প্রচলন বেশি করে দেখা যাচ্ছে, বিশেষ করে বিয়ের নিমন্ত্রণ পত্র, দোকানপাট কলকারখানার কিংবা কারো জন্মদিন পালন করতে ইংরেজি ভাষা বেশি ব্যবহার করা হচ্ছে এটা কোন ভাবে কাম্য নয় সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন রাখতে জোর দাবি জানান। অন্যদিকে ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আবু নাসের বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার কন্যা বর্তমান সরকার প্রধান ইতিমধ্যে বাংলার উপর বহুবার বিদেশে ভাষণ দিয়েছেন, বাংলা ভাষা অর্জনের জন্য অনেকেই নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। তাদের মর্যাদা রক্ষার্থে হলেও আমাদের প্রত্যেকটি অফিস আদালতে মাতৃভাষা বাংলার ব্যবহার হওয়া দরকার। অন্য তার শহীদের আত্মা কষ্ট পাব। পৃথিবীর ইতিহাসে কোন জাতি ভাষার জন্য জীবন উৎসর্গ করেননি একমাত্র বাঙালি জাতি
নিজের মাতৃভাষার জন্য বিসর্জন দিয়েছেন । সেই বাংলা ভাষাকে কোনভাবে অবজ্ঞা করা মোটে সমাচীন হবে না।
এ সময় সময় উপস্থিত ছিলেন ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক মন্ডলী সদস্য নজরুল ইসলাম টিটু, সালাউদ্দিন বাদশা, শাহনেওয়াজ, সোলেমান শফি আলম বাদশা, মোঃ সাগর, মনির হোসেন ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি হানিফ বাদশা,সংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মনু, এম এ হান্নান রুবেল, নুরুদ্দিন মাসুম, ইমন চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ ফয়সাল, আব্দুল্লাহ আল নোমান ও নোমান প্রমূখ।
সংবাদটির পাঠক সংখ্যা : ১৯