মোহাম্মদ এরশাদ বাঁশখালী, চট্টগ্রাম।।
চট্টগ্রামের বাঁশখালীর বাহারচড়া ইউপিতে আগামী ৯ মার্চ ২০২৪ ইং উপনির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, এতে চমক দেখাতে পারে আলহাজ্ব মায়মুনুর রশিদ চৌধুরী।
আলহাজ্ব মায়মুনুর রশিদ চৌধুরী বাঁশখালী উপজেলার ৪ নং বাহারচড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মরহুম ছাবের আহমদ চৌধুরী ও মরহুমা গুরা বিবি চৌধুরীর সন্তান। তিনি ১৯৬২ সনের ডিসেম্বর মাসের ১২ তারিখ জন্ম গ্রহণ করেন।
মায়মুনুর রশিদ বলেন, ১৯৭৩ সালে ছাত্র লীগের সাথে সম্পৃক্ত হয়ে ক্রমান্বয়ে যুব লীগ ও আওয়ামী রাজনীতির সাথে অদ্যবদি পর্যন্ত ওতোপ্রোতো ভাবে জড়িত। বিশেষ করে সাবেক স্বৈরশাসক হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি বর্তমান প্রধানমন্ত্রীর এক জনসভাকে ঘিরে জননেত্রী শেখ হাসিনার উপর হামলার ঘটনায় স্বৈরাচারদের বুলেটের সামনে বুক পেতে দিলেও ভাগ্যক্রমে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পেরেছিলাম। ১৯৯৬ সালের অসহযোগ আন্দোলনের সময় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে জীবনবাজি রেখে কাজ করেছি, সর্বশেষ ২০২৬ সালে জনতা মঞ্চকে সার্বিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যে ভুমিকা পালন করেছি তা অত্যন্ত বিরল।
পশ্চিম বাঁশখালী স্কুল এণ্ড কলেজ পরিচালনা কমিটিতে অভিভাবক প্রত্যক্ষ ভোটের মাধ্যমে টানা ২ বার অভিভাবক সদস্য নির্বাচিত হয়ে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট শিক্ষক -শিক্ষার্থী ও এলাকার মানুষের সেবা করেন, ব্যক্তিগত জীবনে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত থেকে অদ্যবধি পর্যন্ত এলাকার অসহায়, দুস্থ মানুষকে সাধ্যমতে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে আসছি। এছাড়াও সামাজিক বিভিন্ন বিচার-আচারে অত্যন্ত সুনামের কার্যক্রম পরিচালনা করার ফলে বাহারচড়া ইউনিয়নে আমার জনপ্রিয়তা চোখে পড়ার মতো। যার প্রেক্ষিতে বাহারচড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে বাহারচড়ার সর্বস্তরের জনগণের অনুরোধে আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি, জনগণ যদি আমাকে নির্বাচিত করে আমি বাহারচড়াকে একটি উন্নত ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।