রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই 

 বাঁশখালী ( চট্টগ্রাম) প্রতিনিধি ।।
চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডের ঘটনায় এক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
১৮ ফেব্রুয়ারী (রবিবার) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় উপজেলার খানখানাবাদ ইউপির ৪ নং ওয়ার্ডের ডোংরা গ্রামের দীঘির পাড় এলাকায় এই ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার সিদ্দিক আহমেদের পুত্র মোঃ আমিনের বসতঘর পুড়ে সর্বস্ব হারিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা মুহূর্তে বৈদ্যুতিক তারে আগুন ধরে যায়, আগুন মুহূর্তের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়ায় ততক্ষণাৎ বসতঘরটির আসবাবপত্র ও মামলাসহ পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার।
এবিষয়ে খানখানাবাদ ইউপি চেয়ারম্যান জসিম হায়দারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন , অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে আমি এখনো পর্যন্ত কোন খবর পাইনি, খবর নিয়ে দেখতেছি।
আরও পড়ুন  চাকুরি না পাওয়ার হতাশায় ট্রেনে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
শেয়ার করুন