বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দর নগরীতে শাহাদাতে কারবালার স্মরণে ঐতিহাসিক সুন্নি কনফারেন্স

মুহাম্মদ মহিউদ্দিন, বিশেষ প্রতিবেদক ।।
ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে হযরত ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তা’আলা আনহু নূরানী মাদ্রাসা,  হেফজখানা  ও এতিমখানার সালানার জলসা উপলক্ষে ১৪ তম আন্তর্জাতিক  সুন্নি কনফারেন্স ২৭ ফেব্রুয়ারি নগরীর ৩৮ নম্বর ওয়ার্ড স্থানীয় এক নম্বর সাইট নতুন জামে মসজিদ সংলগ্ন ময়দানে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
কনফারেন্সে প্রধানপৃষ্ঠপোষক ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটি ও সিটিনিউজ্টিভি২৪ এর ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লায়ন মোহাম্মদ শাহজাহান শরীফ, অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন টিম ট্রেড লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ জাবেদ ইকবাল।
কনফারেন্সের উদ্বোধক ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা হাজী মোহাম্মদ জসিম উদ্দিন।।হাজী মুহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ পারভেজ কামালের সঞ্চালনায় বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন মো :মেজবাহ উদ্দিন মোর্শেদ, মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা মোহাম্মদ তাজ উদ্দিন ও সিটিনিউজটিভি২৪ এর সম্পাদক সাংবাদিক মমুহাম্মদ মহিউদ্দিন।
শাহাদাতে কারবালার বিষয়বস্তু এবং ঈমান ও আমল বিষয়ক গুরুত্বপূর্ণ তাকরীব পেশ করেন সুদূর ভারত থেকে আগত আল্লামা সাখাওয়াত হোসেন বারকাতি, আল্লামা মোঃ মোরশেদুল আলম আনোয়ারী  আল্লামা মোঃ বেলাল উদ্দিন নোমানী, মুফতি মাওলানা ইদ্রিস রিজভী ও মাওলানা নুরুল মোস্তফা আনোয়ারী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শায়ের মোহাম্মদ সেলিম রেজা কাদেরী, মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা মোঃ নুরুল আফসার, মোহাম্মদ সাবেত, মোঃ আবু নাসের, মোহাম্মদ মাহবুব শরিফ খান সানি, মোঃ আবুল কালাম,  মোহাম্মদ মাসুদ, ইঞ্জিনিয়ার মুজিব মোহাম্মদ মিজু ও মোহাম্মদ সরোয়ার।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাবেদ ইকবাল বলেন, কুরআন সুন্নাহর আলোকে দীর্ঘ ১৩ বছর এই জনপদে সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়ে ১৪ বছরের পদার্পণ করেছে যার কারণে অত্র এলাকায় কোন ধরনের মাদক সেবী কিংবা কিশোর গ্যাং এর অস্তিত্ব নেই। সুন্দর সমাজ বিনির্মাণের জন্য নিঃসন্দেহে এই ধরনের আয়োজন সমাজ ও রাষ্ট্রকে বেশ উপকৃত করে তুলবে। ভবিষ্যতে এই আয়োজন আরো বড় পরিসরে করবার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
বিগত ১৩ বছর ধরে ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে মাহফিল অনুষ্ঠিত হয়ে ১৪ বছর পদার্পনে এলাকার সমাজ হিতোষী ব্যক্তিবর্গের বদন্যতায় হযরত ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তা’আলা আনহু নূরানী মাদ্রাসা, হেফজখানা ও  এতিমখানা প্রতিষ্ঠা লাভ করে। এলাকার বিত্তবানরা সার্বিক  সহযোগিতার হাত বাড়ালে  এতদঞ্চলে
একটি মডেল মাদ্রাসা হিসেবে রূপ দিতে পারবেন বলে প্রত্যাশা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ পারভেজ কামাল।
সার্বিক সহযোগিতায় ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা মোঃ আব্দুল আজিম, রোটারিয়ান এম এ হালিম, লায়ন হাজী মোহাম্মদ এরশাদ আলম, মোঃ আবু তালেব ফাহিম ও হাজী মোহাম্মদ আলম রাজু। এ সময় মাদ্রাসা পরিচালনা পর্ষদের সর্বস্তরের নেতৃবৃন্দ সহ শত শত ধর্মপ্রাণ মুসলিম জনতা উপস্থিত ছিলেন।
মাহফিলে আগত সকল ধর্মপ্রাণ মুসলমানের জন্য তাবরুকের আয়োজন করার পাশাপাশি।
মিলাদ কিয়াম এবং বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিমদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল্লামা সাখাওয়াত হোসেন বারকাতি এ সময় আমিন আমিন ধ্বনিতে  মুখরিত পুরো ময়দান প্রাঙ্গণ।
শেয়ার করুন