রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাদার্ন ভা‌র্সি‌টির ভারপ্রাপ্ত উপ-উপাচার্য প্র‌ফেসর ম‌হিউ‌দ্দিন চৌধুরী

সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভারপ্রাপ্ত উপ-উপাচার্য হিসেবে সম্প্রতি যোগদান করেছেন ফার্মেসি বিভাগের প্রধান প্রফেসর মহিউদ্দিন চৌধুরী । ইউ‌নিভা‌র্সি‌টির বোর্ড অব ট্রাস্টিজ এর সিদ্ধান্ত মোতাবেক ২৮ জুন তাকে এ দায়িত্বভার প্রদান করা হয় ব‌লে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বিশ্ব‌বিদ্যাল‌য়ের উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক।

প্রফেসর মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুল থেকে ১৯৭৪ সালে এসএসসি এবং ১৯৭৬ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে  বি.ফার্ম (স্নাতক সম্মান) এবং এম.ফার্ম (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।

১৯৯৪ সালে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) এ ফার্মেসি বিভাগে শিক্ষকতা শুরু করেন। এরপর একই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৮ সালের ৭ নভেম্বর সাদার্ন ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন প্রফেসর মহিউদ্দিন চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে সুনামের সাথে সাদার্ন ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

শিক্ষকতা ছাড়াও সাদার্ন ইউনিভার্সিটির বিভিন্ন কমিটির সদস্য হিসেবে গুরুদায়িত্ব পালন করছেন প্রফেসর চৌধুরী।

বর্তমানে তিনি সাউথ চট্টগ্রাম হসপিটালের চেয়ারম্যান এবং চট্টগ্রাম ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের অন্যতম প্রধান সংগঠক ও সভাপতি। তার প্রচেষ্টায় কর্ণফুলীর শিকলবাহায় মহিউদ্দিন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। শিক্ষানুরাগী ও সমাজসেবক মহিউদ্দিন চৌধুরী বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাথে জড়িত। কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী জমিদার পরিবারে ১৯৫৯ সালের ১ মে জন্মগ্রহণ করেন এ শিক্ষক। দক্ষিণ চট্টগ্রামের দানবীর ও সমাজসেবক খাঁন সাহেব হাজী ওমরা মিয়ার চৌধুরীর সন্তান এরশাদ আহম্মদ চৌধুরীর তৃতীয় ছেলে প্রফেসর মহিউদ্দিন চৌধুরী।

উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর মহিউদ্দিন চৌধুরী বলেন, নতুন পদ মানে দায়িত্ব বেড়ে যাওয়া। আশা করি আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। সাদার্ন ইউনিভার্সিটিকে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করতে সবার সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক বলেন, প্রফেসর মহিউদ্দিন চৌধুরীর মতো একজন কর্মনিষ্ঠ এবং গুণী শিক্ষকের তত্ত্বাবধানে সাদার্ন ভার্সিটি উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

সদ্য দা‌য়িত্ব প্রাপ্ত সাদার্ন ইউ‌নিভা‌র্সি‌টির ক‌ম্পিউটার অনুষ‌দের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম ব‌লেন প্রফেসর ম‌হিউ‌দ্দিন চৌং স্যার নিঃস‌ন্দেহ একজন চৌকষ শিক্ষানুরাগী মানুষ । অ‌তিতের শিক্ষা ভি‌ক্তিক অ‌ভিজ্ঞতা‌কে কা‌জে লা‌গি‌য়ে  সাদার্ন ভা‌র্সি‌টি‌কে এক‌টি বিশ্বমা‌নের শিক্ষা প্র‌তিষ্টান গ‌ড়ে তুল‌বে এটাই আমা‌দের বিশ্বাস।

উল্লেখ্য মরহুম ই‌ঞ্জি‌নি‌য়ার এম আলী আশরাফ চৌধুরীর মৃত্যুর পর দীর্ঘ‌দিন ধ‌রে ওই পদ‌টি শূন্য ছিল, মুলত তাঁর প‌দে স্থলা‌ভি‌ষিক্ত হ‌লেন প্রফেসর মহিউদ্দিন চৌধুরী ।

প্রফেসর মহিউদ্দিন চৌধুরী উপ-উপাচার্য হিসেবে যোগদান করায় তাকে অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের উপদেষ্টা, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, শিক্ষকসহ কর্মকর্তারা।

 

শেয়ার করুন