শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম থেকে নবনিযুক্ত প্রতিমন্ত্রীদের বাংলাদেশ সচিবালয় বৃহত্তর চট্টগ্রাম সমিতির ফুলেল শুভেচ্ছা

নিজস্ব সংবাদদাতাঃ
গত ৩ মার্চ, ২০২৪ রবিবার দক্ষিন চট্টগ্রামের চন্দনাইশ-সাতকানিয়া(আংশিক) আসন থেকে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং আনোয়ারা উপজেলার কৃতি সন্তান ও সংরক্ষিত নারী আসন থেকে তিনবারের সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় প্রতিমন্ত্রী’দের সচিবালয়ে প্রথম কর্মদিবসে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ সচিবালয় বৃহত্তর চট্টগ্রাম সমিতির নেতৃবৃন্দ।

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সচিবালয় বৃহত্তর চট্টগ্রাম সমিতির সভাপতি ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা শরন কুমার বড়ুয়া, সহ-সভাপতি ও অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী, সাধারন সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হক, সাংগঠনিক সম্পাদক ও স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার প্রশাসনিক কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. ফোরকান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মন্ত্রিপরিষদ বিভাগের অফিস সহকারী মোহাম্মদ নুরুল আফছার সহ প্রমুৃখ।

এই বিষয়ে চন্দনাইশ উপজেলার কৃতি সন্তান এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, পার-২ শাখায় কর্মরত প্রশাসনিক কর্মকর্তা ও সমিতির সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে নবনিযুক্ত প্রতিমন্ত্রী মহোদয় গণের দপ্তরে সমিতির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎসহ ফুলেল শুভেচ্ছা জানান। আমার নিজ উপজেলা চন্দনাইশ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, এমপি মহোদয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়াতে অত্যাধিক আনন্দ হচ্ছে এবং এটি চন্দনাইশবাসীর জন্য গর্বের বিষয়।আগামীতে প্রতিমন্ত্রী মহোদয়ের হাতধরে চন্দনাইশ উপজেলা একটি স্মার্ট উপজেলায় রূপান্তরিত হবে বলে মনে করি।

শেয়ার করুন