শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

বাঁশখালী বাহারচড়া টেবিল ফ্যান মার্কার নির্বাচনীয় কার্যালয়ে ককটেল ফাটিয়ে অগ্নিসংযোগের অভিযোগ 

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

সংবাদদাতা, বাঁশখালী, চট্টগ্রাম।।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউপিতে উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এম বখতিয়ার উদ্দিন চৌধুরী করিম ভান্ডারীর (টেবিল ফ্যান) প্রতীকের নির্বাচনী অফিসে ককটেল ও  অগ্নিসংযোগে অভিযোগ উঠেছে।
চেয়ারম্যান প্রার্থী করিম ভান্ডারী বলেন, আজকের আমার বাড়ীর বাড়ির পার্শ্ববর্তী  এলাকায় চেয়ারম্যান প্রার্থী সাদুর রশিদ চৌধুরী (চশমা) প্রতীক সমর্থনে পথসভা করার কথা ছিল, কিন্তু পুলিশের বাঁধার কারণে জামায়াত নেতা সাদুর রশিদের সমর্থকরা সেই পথসভা করতে পারেনাই। তারা মনে করছে যে আমি তাদেরকে পথসভা করতে দিইনাই।
পথসভা করতে না পেরে চশমা মার্কা প্রার্থী সাদুর রশিদ তার কর্মীদের নিয়ে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মিছিল করেছে। এসময় আমি চাপাছড়ীতে গণসংযোগে ছিলাম। চশমা মার্কার সমর্থনে মিছিল করে যাওয়ার ১৫-২০ মিনিট পর আমার নির্বাচনের কার্যালয়ে ককটেল ফাটিয়ে অগ্নিসংযোগ করেছে এবং আমার একটি মোটরসাইকেল ভাংচুর করেছে।
তিনি আরো বলেন, আমার বিজয় সুনিশ্চিত জেনেই  জামায়াত নেতা সাদুর রশিদের সমর্থকরা এই ঘটনা করেছে ধারণা করছেন  করিম ভান্ডারী।
এবিষয়ে বাহারচড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই মজনু বলেন, বিষয়টি আমি জেনেছি ওইখানে আমাদের পুলিশ গেছে, এটা আমরা মামলা করবো। জামাত নেতার চশমা মার্কার পথসভার বিষয় জানতে চাইলে তিনি বলেন, করিম ভান্ডারীর ঘরের সামনে পথসভা করতে চেয়েছিল অপ্রীতিকর ঘটনা এটাতে তাদেরকে বাঁধা দেয়া হয়েছিল, সেখান থেকে গিয়ে পার্শ্ববর্তী একটি মসজিদের মাঠে তারা পথসভা করেছে
শেয়ার করুন