নিজস্ব প্রতিবেদক:
বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের প্রেসক্লাবে “জনগণের মুখপত্র” খ্যাত জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২৪বছর পূর্তি উপলক্ষে প্রীতি সমাবেশ ও কেক কাটা এবং শুভেচ্ছা বিনিময় কর্মসূচি।
৫ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সমাজসেবক , শিক্ষক সমাজের প্রতিনিধি, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের গণমানুষ, বিভিন্ন গনমাধ্যমের কর্মকর্তা, সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধি, সংগঠক সহ পাঠক মহলের অনেকেই এসেছে প্রিয় পত্রিকার উৎসব অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানাতে।
শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদ কার্য্য নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ জেলা শ্রমিক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এম এন ইসলাম, ইন্টারন্যাশনাল লায়ন্স জেলার সদ্য প্রাক্তণ গভর্নর লায়ন আলহাজ্ব এম শামসুদ্দীন আহমদ সিদ্দিকী, জেলা তথ্য অফিসের কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র প্রবীণ সাংবাদিক জাহেদুল করিম কচি ,সিউজের সাবেক সভাপতি,কবি নাজিম উদ্দিন শ্যামল, সাবেক সাংগঠনিক সম্পাদক, সিনিয়র সাংবাদিক এম এ সবুর শুভ,এমজেউর নির্বাহী কমিটির সদস্য ও সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, সাংবাদিক কামাল পারভেজ।
ভোরের দর্পণ পত্রিকার চট্রগ্রাম ব্যুরো চীফ মোঃ আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক নূর উদ্দিন সাগর, মির্জা ইমতিয়াজ শাওন, দৈনিক সমকালের সুজিত দাশ,কবি সবুজ অরণ্য,লিও ক্লাব ডিষ্ট্রিক কাউন্সিলের প্রাক্তণ প্রেসিডেন্ট এম বদিউর রহমান,লায়ন হাসান মুরাদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরিশেষে কেক কেটে উৎসবের উদ্বোধন করা হয়েছে।