শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চমাশিহামেক উদ্যোগে জাতির জনকের  ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- পালন 

মুহাম্মদ মহিউদ্দিন ।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের উদ্যোগে “শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য” বিষয়ে এক আলোচনা সভা  ১৯ মার্চ মেডিকেল কলেজের লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামীমা হারুন লুবনা এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ এর এডভাইজার প্রফেসর (ডাঃ) এ এস এম মোস্তাক আহমেদ ও হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক।
 চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর (ডাঃ) অসীম কুমার বড়–য়ার সভাপতিত্বে ও উপ-পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক (গ্যাষ্ট্রোএন্টারলজি ও পুষ্টি) ডাঃ মোঃ আনোয়ারুল আজিম। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ এর তাৎপর্য বর্ণনা পূর্বক আরো বক্তব্য প্রদান করেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডাঃ কামরুন নাহার দস্তগীর, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডাঃ) ওয়াজির আহমেদ, মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর (ডাঃ) সঞ্জয় কান্তি বিশ্বাস ও শিশু স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত বিভাগেীয় প্রধান প্রফেসর (ডাঃ) গুলশান আরা বেগম। প্রধান অতিথি তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শিশুদের প্রতি অগাধ ভালোবাসার কথা উল্লেখ পূর্বক জাতির জনক এর স্মৃতিচারণ করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সততা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে কর্তব্যকর্ম সম্পন্ন করার জন্য উদাত্ত আহবান জানান।
প্রধান অতিথি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠাসহ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চলমান উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করে অতীতের মতো ভবিষ্যতেও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পাশে থেকে সার্বক্ষনিকভাবে সহযোগীতা করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, সদস্য মোঃ হারুন ইউসুফ, ডাঃ ফজল করিম বাবুল, প্রফেসর মোঃ জালাল উদ্দিন, প্রফেসর আবদুল কাইয়ুম চৌধুরী, প্রফেসর ডাঃ শাহেদা খানম, প্রফেসর মোজাম্মেল হক শরিফি, প্রফেসর আসমা মোস্তফা, প্রফেসর রোজিনা হক, প্রফেসর বাবুল ওসমান চৌধুরী, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডাঃ মোঃ আবু সৈয়দ চৌধুরী, সহযোগী অধ্যাপক (ডাঃ) চিন্ময় বৈদ্য, নার্সিং কলেজের অধ্যক্ষ স্মৃতি রানি ঘোষ, নার্সিং ইনষ্টিটিউটের অধ্যক্ষ ঝিনু রানি দাশ প্রমুখ।
শেয়ার করুন