মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রামের বাঁশখালীতে বিনা পয়সায় মাসব্যাপী ইফতার আয়োজন করেছেন সৌদি প্রবাসী আব্দুল্লাহ বিন হুমায়ুন।
উপজেলার পুঁইছড়ি ইউনিয়নস্থ প্রেম বাজার মোক্তার শাহ বাইতুল ইজ্জত জামে মসজিদ ও পূর্ব পুঁইছড়ি মনির আহমদ সিকদার বাড়ি জামে মসজিদে প্রথম রমজান থেকে পবিত্র রোজাদারদের জন্য বিনা পয়সায় প্রতিদিন ৬০০ মানুষের জন্যে সৌদি প্রবাসী আব্দুল্লাহ বিন হুমায়ুনের নিজস্ব অর্থায়নে এই ইফতারের আয়োজন করা হয়।
রবিবার বিকেলে সরেজমিনে দেখা যায়,মোক্তার শাহ বাইতুল ইজ্জত জামে মসজিদ ও পূর্ব পুঁইছড়ি মনির আহমদ সিকদার বাড়ি জামে মসজিদে,বিকেল হতেই উদ্যোক্তারা প্লেট, গ্লাস গোছানোর কাজ শুরু করেন। একপর্যায়ে দেখা গেল, ভ্যানগাড়িযোগে বড় হাঁড়ি নিয়ে আসা হলো।আসরের নামাজের পর মসজিদে ইফতার মাহাফিলের উপলক্ষে আলোচনা সভায় স্থানীয়সহ বাজারের শতশত মানুষ উপস্থিত হলেও ইফতারের সময় ১০–১৫ মিনিটের মধ্যেই পূর্ণ হয়ে যায় মসজিদ। এখানে দরিদ্র, শ্রমজীবী, শিক্ষার্থী, পথচারী, ছিন্নমূলসহ নানা শ্রেণির মানুষকে ইফতার করতে বসতে দেখা যায়।
স্থানীয়রা জানান, এটি খুব ভালো উদ্যোগ। সমাজের বিত্তবান মানুষ বা বিভিন্ন সংগঠন এ ধরনের আয়োজন করলে আরও অনেক মানুষ উপকৃত হবেন।
উদ্যোক্তারা জানান, ময় মুরুব্বির ঈসালে সওয়াব ও মহান আল্লাহর নৈকট্য লাভের লক্ষ নিয়ে পবিত্র রমজানে ইফতারের আয়োজন করি।বিগত তিন বছর ধরে এ কার্যক্রম শুরু করেছেন।এখানে কোনো দিন বুট, মুড়ি, পেঁয়াজু, চপ, জিলাপি, ফলসহ বিভিন্ন ইফতারি দিয়ে রোজাদারদের আপ্যায়ন করা হয়। আবার কোনো দিন খিচুড়ি–মাংসের আয়োজন করা হয়। তবে প্রতিদিনই শরবত থাকে।