নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে র্যাব ফোর্সের নিকট উল্লেখিত জলদস্যুদের আত্মসমর্পণের পর থেকে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন সময়ে তাদেরকে ঈদ সামগ্রী উপহার এবং প্রণোদনা প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় আজ২ এপ্রিল ২ মঙ্গলবার সকালে মহাপরিচালক, র্যাব ফোর্সের পক্ষে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী এবং পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকৃত ৭৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে র্যাব-৭, পতেঙ্গা, চট্টগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তন হলে চট্টগ্রামে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ এবং তাদের বর্তমান জীবন যাপনের উপর একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় অধিনায়ক-র্যাব৭ এর লেঃ কর্ণেল মোঃ মাহবুব আলম, বিপিএম, পিপিএম, পিএসসি।বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি )আব্দুল খালেক পাটোয়ারী,মিডিয়া অফিসার, র্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক মোঃ নূরুল আবছার,বাঁশখালী থানার ওসি মোঃ তোফায়েল আহমদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, আত্মসমর্পণকৃত জলদস্যুরা র্যাবের বিশেষ কল্যাণমূলক কর্মকান্ডে সন্তুষ্টি প্রকাশ ও অপকর্ম থেকে ফিরে এসে সুন্দর ও স্বাভাবিকভাবে জীবনযাপনের অনুপ্রেরণা যোগানোর কথা প্রকাশ করে।