শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

সংযুক্ত আরব আমিরাতে ঈদের ছুটি টানা ৯ দিন

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

মোহাম্মদ ওসমান চৌধুরী,ইউ এ ই প্রতিনিধি।।

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। গত ১৮ মার্চ দেশটির মহাকাশ গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সংস্থা’ জানিয়েছিল, আগামী ১০ এপ্রিল দেশটিতে ঈদুল ফিতর পালিত হতে পারে।

এবার ঈদের ছুটি ঘোষণা করে দিয়েছে মধ্যপ্রাচ্যের এই ধনী দেশ। আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবারের ঈদে টানা ৯ দিন ছুটি পাচ্ছেন আমিরাতের সরকারি চাকরিজীবীরা।

গণমাধ্যমকে জানিয়েছে, রোববার (৩১ মার্চ) আমিরাত সরকার দেশটিতে আগামী ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যপ্ত ঈদের ছুটি ঘোষণা করেছে। ১৫ এপ্রিল (সোমবার) থেকে নিয়মিত কাজের সময় আবার শুরু হবে৷ তবে ৬ ও ৭ এপ্রিল আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি এর সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ ঈদুল ফিতরে সরকারি ছুটি ৯ দিন।

প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদ দেখা যাক বা না যাক, আনুষ্ঠানিকভাবে ছুটি ৮ এপ্রিল শুরু হবে।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর লম্বা ঈদের ছুটিতে এবার অনেকে দেশের বাইরে ঘুরে আসার সুযোগ পাবেন।

শেয়ার করুন