শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

বাঁশখালীতে ফায়ার সার্ভিস’র গাড়ি আসার পূর্বেই ঘর পুড়ে ছাই

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

 বাঁশখালী ( চট্টগ্রাম) প্রতিনিধি।।
চট্টগ্রামের বাঁশখালী  উপজেলার কালীপুর  ইউনিয়নস্থ ছফিরের দোকানের পূর্ব দিকে তাঁতি
গ্রামে প্রবেশ করতে ভোগান্তির শেষ নেই এলাকাবাসীর।
(৮ মার্চ) আনুমানিক রাত সাড়ে ৯ টার দিকে কালীপুর ইউপি’র ৯ নং ওয়ার্ডের তাঁতী পাড়া এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে।
মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। আগুন নেভাতে তাৎক্ষণিক ফোন  দেওয়া হয় বাঁশখালী ফায়ার স্টেশনকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত তাদের টিম নিয়ে রওনা দেয় ঘটনাস্থলে। কিন্তু বিপত্তি বাঁধে সড়কে।জরুরি সেবার গাড়িটি গ্রামে প্রবেশ করতে গিয়ে রাস্তা সংকীর্ণ  হয়ে পড়া-ই  অন্য সড়ক দিয়ে
জরুরি সেবার গাড়িটি ঘটনাস্থল পৌছার পূর্বেই
মোস্তাফিজুর রহমানের রান্না ও আসবাবপত্র রাখার ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে জরুরী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার মুহুর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছড়িয়ে পরে। রাস্তা সংকীর্ণ  থাকায় আসতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি, যেকারণে পুড়েছে বাড়ি। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের
 চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে আগুনে পুড়ে সব ছাই হয়ে যায় মোস্তাফিজুর রহমানের।
 তিনি ওই গ্রামের মৃত গুরা মিয়ার পুত্র মোস্তাফিজুর রহমান। পরিবারের দাবি, তাদের প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
্ওয়ার্ড মেম্বার মোঃ লোকমান  ও স্থানীয়রা বলেন,আসলে স্থানীয়দের সচেতনতা অভাবে   এই ধরনের ঘটনা ঘটেছে, যদি সড়কটি প্রশস্ত থাকত  ফায়ার সার্ভিস যথাসময়ে আসলে এত বড় ঘটনা হতো, না হয় ফায়ার সার্ভিসকে আগুন লাগার বিষয়টি জানানোর সাথে সাথে তারা ঘটনাস্থল এসে পৌঁছে,,দুঃখের বিষয় সড়কটি  সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিস’র গাড়িটি ঢুকতে না পেরে অন্য সড়ক দিয়ে ফায়ার সার্ভিসের গাড়িটি ঘটনাস্থল এসে পৌঁছার আগেই পুড়ে ছাই হয়ে যায়,সড়কটি প্রশস্ত  হওয়া জরুরী বলে মনে করছি, আজকে আল্লাহ না করুন এই ধরনের ঘটনা আর পূর্বে এলাকায় হলে পুরো মহাল্লা পুড়ে ছাই হয়ে যাবে, আমি এই  বিষয়টি চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলম মহোদয়ের সাথে এই বিষয়ে আলাপ- আলোচনা করে  সড়কটি কিভাবে প্রশস্ত করার যায় সেই পদক্ষেপ গ্রহণ করব।
বাঁশখালী  ফায়ার কর্মকর্তা  বলেন, খবর পেয়ে আমাদের টিম নিয়ে ঘটনাস্থলে রওনা হই। রাস্তাটি সংকীর্ণ  হওয়ায় গাড়ি অন্য সড়ক দিয়ে  ঘটনাস্থল পৌঁছাতে অনেক সময় লেগেছে, পরে স্থানীয় দের সহয়তা নিয়ে  আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
শেয়ার করুন