বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

“যুবলীগে ইয়াবা ব্যবসায়ী কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের স্থান হবেনা’-দিদারুল ইসলাম চৌধুরী

মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম প্রতিনিধি ।।
বাঁশখালী উপজেলা যুবলীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী বলেছেন, যুবলীগ একটি মানবিক সংগঠন। পিতা মুজিবের হাতে গড়া এই সংগঠনে ইয়াবা ব্যবসায়ী কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের স্থান হবেনা। তিনি বলেন, দীর্ঘ দিন ধরে বাঁশখালী যুবলীগে যে সমস্যা ও সংকট ছিল নতুন কমিটির মাধ্যমে সেই সংকট কেটে গেছে। অধ্যাপক নুরুল মোস্তফা সংগ্রামের নেতৃত্বে বাঁশখালী যুবলীগ নতুন করে জেগে উঠেছে। জেলা সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী আরো বলেন, অধ্যাপক নুরুল মোস্তফা সংগ্রাম একদিনে সৃষ্টি হয়নি; তৃণমূল থেকে নেতৃত্ব দিয়ে জীবন উৎসর্গ করে এই নেতৃত্ব আজ এই পর্যায়ে এসেছে। (১১ মে) শনিবার বিকেলে বাঁশখালী উপজেলা সদরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনের মাঠে উপজেলা যুবলীগের বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা যুবলীগের আহবায়ক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা যুবলীগ নেতা আবিদুল ইসলাম আবিদ, তৌহিদুল আলম, আনম ফরহাদুল আলম, জাহিদুল হক চৌধুরী মার্শাল, উপজেলা যুবলীগ নেতা শাহাদাত রশিদ চৌধুরী, সেলিম উদ্দিন চৌধুরী, মনসুর আলম, আবু নোমান চৌধুরী, বদিউল আলম বদি, জামাল উদ্দিন, আবদুল জব্বার, জাহেদুল আলম মিজান, মোহাম্মদ এরশাদ, বেলাল উদ্দিন চৌধুরী, আজমিরুল ইসলাম চৌধুরী, সাদ্দাম হোসেন, শফিকুল আলম মুজিব, মাসুদ রানা, ওসমান গণি, গিয়াস উদ্দিন, মেম্বার ওয়াহিদুল ইসলাম, এইচ এম মিজানুর রহমান প্রমুখ।
শেয়ার করুন