সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইপিজেড থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। 

নিজস্ব প্রতিবাদক।।

আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য ছাত্র জনতার আন্দোলনে গণহত্যায় জড়িতদেরকে গ্রেফতারের দাবিতে  চট্টগ্রাম মহানগর ইপিজেড থানা বিএনপি ও ভাতৃপ্রতিম সংগঠনের  উদ্যোগে ২৫ অক্টোবর বিকেলে  ইপিজেড থানা এলাকায়  ভিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইপিজেড থানা বিএনপির সহ সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা  বিএনপির সাধারণ সম্পাদক রোখন উদ্দিন মাহমুদ খলিল, থানা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ইমরান খান, ডক শ্রমিক দলের নেতা মো: হাসান, বিএনপি নেতা, জসীমউদ্দীন,  আব্বাস উদ্দিন, যুবদল নেতা জিয়াউর রহমান  ও দিদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মিজান  শাহজাহান ছাত্রদল নেতা শাহেদ ও ঈমন প্রমূখ।
বিগত ১৬-১৭  বছর  আওয়ামী লীগ সন্ত্রাসী ও নৈরাজ্য সৃষ্টি করার পাশাপাশি দেশে যে লুটপাট করেছে  তা আর করতে দেওয়া হবে না। ইপিজেড থানা বিএনপি’র অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে এসব নৈরাজ্যের প্রতিবাদে দাঁতভাঙ্গা জবাব দেওয়ার স্পষ্টতায় হুঁশিয়ারি প্রদান করেন রোখন উদ্দিন মাহমুদ খলিল ।
বিক্ষোভ মিছিলটি স্থানীয় মাইলের মাথা থেকে শুরু করে ইপিজেড হয়ে এয়ারপোর্ট প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দরটিলাই শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সাজ্জাদ, খোকন, ওয়াসিম, হুমায়ুন, মনির,নোমান, রুপম, মেহেদী, রানা, সাদিপ, হৃদয়, আবির, নজরুল, রাজু মারমা,আজিজ, আজম, রনি, জসীমউদ্দীন, শাহীন, জাহাঙ্গীর ও জনি প্রমুখ।
শেয়ার করুন