মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর।।
চট্টগ্রাম নগরের ষোলশহরের দুই নম্বর গেট এলাকার কর্ণফুলী মার্কেটে আগুন লেগেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। এক ঘণ্টার চেষ্টার রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক। তিনি citynewstv24.com কে বলেন, ‘রাত সোয়া ১০টার দিকে কর্ণফুলী মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অগ্নিনির্বাপণে যোগ দেয়। রাত সোয়া ১১টার দিকে নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষতি তদন্তের পর বলা যাবে। তবে কয়েকটি দোকান পুড়ে গেছে।’
সংবাদটির পাঠক সংখ্যা : ১৪