নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ সরকারের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার অবসরপ্রাপ্ত সচিব এ.এম.এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়।এ.এম.এম নাসির উদ্দিন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি জোট সরকারের খনিজ ও জ্বালানি, তথ্য এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।
তিনি কুতুবদিয়ার ঐতিহ্যবাহী বড়ঘোপ মৌলভী বাড়ির সন্তান। তার পিতা মরহুম মাস্টার তালেব উল্লাহ ছিলেন কক্সবাজারের অন্যতম শিক্ষাবিদ।
সংবাদটির পাঠক সংখ্যা : ৮