মুহাম্মদ মহিউদ্দিন, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।।
বাঁশখালীতে দেবর শশুর বাড়ির নির্যাতনের অপমান সইতে না পেরে জুলেখা বেগম (২৫) নামের এক গৃহবধুর আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৩ নভেম্বর) সকালে বাঁশখালী উপজেলার পুঁইছুড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুঁইছুড়ি এলাকার এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই এলাকার মো:মিনহাজের স্ত্রী ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় ৭ বছর পূর্বে দক্ষিণ পুঁইছুড়িগ্রামের আব্দুল হাকিমের ছেলে মিনহাজের সাথে একই এলাকার আহমদ হোসেনের মেয়ে জুলেখা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ৫ বছর বয়সী ও ৩ বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে ।
জুলেখার ভাই শহিদুল ইসলাম এর অভিযোগ বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি লোকজন আমার বোনকে নির্যাতন করত। তিনি আরও বলেন অনেকটা নির্যাতনের মাধ্যমে আত্মহত্যা করতে বাধ্য করেছেন তারা। ঘরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন থাকলেও আত্মহত্যা থেকে তাকে কেউ বাঁচাতে এগিয়ে আসেনি।
শনিবার সকালে দেবর মীর আক্কাসের সাথে পারিবারিক কলহ জের ধরে জোলেখা বেগমের ঝগড়া হয়। এক পর্যায়ে আক্কাস জুলেখাকে মারধর করে। স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের সামনে এ ধরনের ঘটনা ঘটলেও প্রতিবাদ কিংবা তাকে রক্ষা করতে কেউ এগিয়ে আসেন।
অপমান সইতে না পেরে জুলেখা বেগম ঘরের ভিতর ঢুকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ।
খবর পেয়ে আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বৃথা ঘোষণা করেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সুলতান আহসান জানান, পারিবারিক কলহের জেরে মনের দুঃখে গলায় ফাঁস খেয়ে আত্মহত্যা করেছে এই মহিলা। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাশ পাঠানো হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটির পাঠক সংখ্যা : ১২