শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

চসিক মেয়রের বৈধতা নিয়ে করা রিট খারিজ

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

নিজস্ব প্রতিবেদক।।

নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ের পর ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ঘোষণার প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে করা রিট উত্থাপতি হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। বুধবার (১১ ডিসেম্বর) চট্টগ্রামের এক বাসিন্দার করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ আদেশের ফলে চট্টগ্রামের সিটি মেয়র হিসেবে শাহাদাত হোসেনের দায়িত্ব চালিয়ে যেতে কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

তিন বছর আগে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেনকে জয়ী ঘোষণা করে গত ১ অক্টোবর রায় দেন চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক। ১০ দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির জন্য আদালত সরকারকে নির্দেশ দেন। পরে গত ৮ অক্টোবর শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর চসিক মেয়র হিসেবে শপথ নেন শাহাদাত হোসেন।

সিটি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনি ট্রাইব্যুনালে ৯ জনকে বিবাদী করে মামলা করেছিলেন শাহাদাত হোসেন।

শেয়ার করুন