শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

বাঁশখালীতে স্বর্ণ ও নগদ অর্থ নিয়ে কর্মচারী উধাও

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি।।

বাঁশখালীতে মর্ডান অনুরুপা গোল্ড নামের এক স্বর্ণের দোকান থেকে ১৪ ভরি স্বর্ণ ও ক্যাশ থেকে প্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছে ঐ দোকানের কর্মচারী টিটু দে (২৮)।

এ ঘটনায় দোকান মালিক সাজু ধর বাদী হয়ে বাঁশখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত টিটু দে ফটিকছড়ি উপজেলার বারো মাসিয়া চৌমুহনী এলাকার নেপাল দের পুত্র।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১ টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়ন রামদাস মুন্সি হাটস্থ শাহ আমানত মার্কেট আল আমিন শপিং সেন্টারের দক্ষিণ পাশে মর্ডাণ অনুরুপা গোল্ড দোকানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দোকান মালিক বলেন, আমি দুপুর একটার দিকে দোকানের কর্মচারীকে রেখে বাড়িতে ভাত খেতে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে দোকানে কর্মরত প্রতারক টিটু দে সেই ১৪ ভরি স্বর্ণ ও কাস্টমারের মেরামতের জিনিসসহ নগদ ২ লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে উধাও হয়ে যায়।

আমি প্রতারণার শিকার হয়েছি, তবে আমার মতো আর কাউকে যাতে এমন প্রতারণার শিকার হতে না হয় এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেে এই প্রতারক চোরকে অতিবিলম্বে গ্রেফতার করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক সুধাংশু শেখর হাওলাদার জানান, স্বর্ণের দোকান থাকা স্বর্ণ ও নগদ টাকা নিয়ে কর্মচারী উধাও হয়ে যাওয়ার ঘটনায় থানার একটি অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টা গুরুত্ব সহকারে দেখছি।

শেয়ার করুন