শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

সিইপিজেডে শ্রমিকদের সংঘর্ষ, আহত ১০

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

চট্টগ্রামে ইপিজেডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ৪ টি কারখানা শ্রমিকদের মাঝে ব্যাপক সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১০ জন।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯ টায় এই সংঘর্ষে জড়ায় জেমএস ও ম্যারিমো লিমিটেড নামের দুইটি প্রতিষ্ঠানের শ্রমিকরা।

বিষয়টি নিয়ে প্রেস ব্রিফিংয়ে মেজর আরিফিন কবির জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা বিবাদে জড়ায়। এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

তবে সূত্র বলছে, বেশ কয়েক দিন ধরে বেতন ভাতা নিয়ে শ্রমিক অসন্তুষ্টির কারণে জেএমএস কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। এ সময় ইপিজেডের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। এতে অপর কারখানার শ্রমিকরা তাদের বাঁধা দেয়। এরই সূত্র ধরে বিবাদে জড়ায় শ্রমিকরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনী ও নৌবাহিনী পুলিশ দুটি কারখানা ঘিরে রেখেছে। এই দুটি কারখানায় ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান জানান, এই মূহুর্তে কারখানার শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেনাবাহিনী ও নৌবাহিনী পুলিশ দুটি কারখানা ঘিরে রেখেছে। এই দুটি কারখানায় ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে।

শেয়ার করুন