বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খুলশীতে হাত-পা বাঁধা লাশটি পরিচয় জানা গেছে!

মুহাম্মদ মহিউদ্দিন, বিশেষ প্রতিনিধি।

চট্টগ্রামের নগরীর খুলশী এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের লাশের পরিচয় মিলেছে।

তার নাম আবদুর রহিম বাবুল (৫২)। তিনি জেলার বাঁশখালী উপজেলার চাঁনপুর গ্রামের মৃত বাঁচা মিয়ার ছেলে। সে পেশায় রিকশা চালক।

রবিবার (১২ জানুয়ারি) বিকালে বাবুলের পরিবার খুলশী থানায় এসে লাশ শনাক্ত করে। পরিচয় সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন এ ঘটনার তদন্ত কর্মকর্তা ও খুলশী থানার এসআই মো. বেলাল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত বাবুল পরিবার নিয়ে শহরে থাকতো। তার স্ত্রীর চট্টগ্রাম শহরে একটি টেইলার্স রয়েছে। সেটির পাশাপাশি বাবুল শহরে রিকশা চালাত। কিন্তু কাল রাতে রিকশা নিয়ে বের হয়ে লাশ হন বাবুল।

এ ঘটনার তদন্ত কর্মকর্তা ও খুলশী থানার এসআই মো. বেলাল বলেন, কি কারণে তাঁকে হত্যা করা হয়েছে এখনো জানা যায়নি। ঘটনাটি গুরুত্বসহকারে দেখার পাশাপাশি বাবুলের রিকশাটিও খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। অবশ্যই অপরাধীরা গ্রেপ্তার হবে।

উল্লেখ, এর আগে আজ রবিবার সকাল ৮টার দিকে নগরীর খুলশী থানাধীন রেলওয়ে পাহাড়তলী ওয়ার্কসপ গেট এলাকা থেকে মুখে স্কচটেপ প্যাঁচানো ও হাত-পা বাঁধা বাবুলের লাশটি উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন  ভুয়া ভাউচার বানিয়ে অর্থ আত্মসাতের কারিগর রেলওয়ের হারুন মাস্টার!
শেয়ার করুন