কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপু হত্যাকাণ্ডের ঘটনায় হোটেলে ওঠা রহস্যময় সেই নারীকে আটক করেছে পুলিশ। ওই নারীর সঙ্গে আরো দুজনকে আটক করা হয়েছে। তবে পুলিশ তাদের নাম-পরিচয় জানাতে রাজি হয়নি। বুধবার সংবাদ সম্মেলনে তাদের পরিচয় প্রকাশ করার কথা রয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটিও।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহ সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিনজনকে আটক করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, ৩ জনকেই এক সাথে মৌলভীবাজার থেকে মঙ্গলবার বিকেলে আটক করা হয়েছে। তাদের কক্সবাজার আনা হচ্ছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সী-গালের সামনের ফুটপাতে গুলি করে হত্যা করা হয়।