শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

সেন্টমার্টিনের দুটি ইকো রিসোর্ট মুহুর্তেই পুড়ে ছাই

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ সেন্টমার্টিনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে৷ এতে পুড়ে পুরোপুরি ছাই হয়ে গেছে দ্বীপের গলাচিপা এলাকার বীচ ভ্যালী এবং কিংশুক ইকো রিসোর্ট।

স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ী আব্দুল মালেক জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে সাইরী ইকো রিসোর্টের অভ্যর্থনা কক্ষের মাল্টিপ্লাগে সর্টসার্কিট হয়ে আগুণের সূত্রপাত হয়।

আব্দুল মালেক বলেন, অভ্যর্থনা কক্ষের ঠিক পেছনে বীচ ভ্যালী ইকো রিসোর্ট। বাতাস থাকার কারণে মিনিটের মধ্যে বীচ ভ্যালীর ছাউনিতে আগুন ছড়িয়ে পড়ে।

তিনি আরো জানান, কাঠ আর বাঁশ দিয়ে তৈরি বীচ ভ্যালী ইকো রিসোর্টে আগুণ লাগার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বীচ ভ্যালীসহ পাশের কিংশুক ইকো রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুঠোফোনে জানান, দ্বীপের স্থানীয়, আগত পর্যটক ও যৌথবাহিনির আড়াই ঘন্টার চেষ্টায় রাত প্রায় সাড়ে ৪ টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আসে।

কিংশুক ইকো রিসোর্টে স্বত্বাধিকারী সরওয়ার বিলাপের কান্না করছেন।

স্থানীয় পর্যটন ব্যবসায়ী আব্দুল মালেক জানান, সরওয়ার তার বউ বাচ্চা নিয়ে সেন্টমার্টিন ছিলেন। তাদের চোখের সামনেই তিলেতিলে করে গড়া স্বপ্নের প্রতিষ্ঠানটি পুড়ে ছারখার হয়ে যেতে দেখে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

শেয়ার করুন