শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, শিশুর মৃত্যু

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ঘুমন্ত এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া শতাধিক ঘরবাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে টেকনাফ মৌচনী ২৬নং ক্যাম্পের জি-২ ব্লকে এই ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও রোহিঙ্গা বাসিন্দাদের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে এক শিশু নিহত হওয়ার খবর ক্যাম্প প্রশাসন সূত্রে জানা গেছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে দুইজন।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন।

তিনি বলেন, টেকনাফ মৌচনী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক ঘুমন্ত শিশু নিহত হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন দুইজন। আগুনে প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।

শেয়ার করুন