শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

রাঙ্গুনিয়ায় দুইটি ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

রাঙ্গুনিয়ায় দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে চিমনিসহ কিলন ভেঙে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার ইসলামপুর ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-কাদের। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিচার্জ অফিসার মো. আশরাফ উদ্দিন ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীন।

অভিযানে র্যাব-৭, রাঙ্গুনিয়া থানা পুলিশ ও ফায়ার স্টেশন এবং বন অধিদপ্তরের কর্মীরা সহায়তা করেন।

পরিবেশ অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩(সংশোধন আইন ২০১৯) এর কতিপয় ধারা লঙ্ঘন করায় কেবিএম ও সম্রাট নামে দুটি ইটভাটার চিমনিসহ কিলন ভেঙে গুড়িয়ে দেয়া হয়। পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন