চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ সরফভাটা মীরের খীল গ্রামের নবীর হোসেন মাষ্টার বাড়িতে ২৭ জানুয়ারি রাতে সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে ব্যক্তি মালিকানাধীন মূল্যবান সেগুন গাছ কেটে নিয়ে যায়। সরেজমিনে দেখা যায়, কয়েক লক্ষ টাকার গাছ কেটে নেওয়ার পাশাপাশি অনেকগুলো ফলজ বনজ গাছের চারা কেটে দিয়েছে সন্ত্রাসীরা।
মাষ্টার নবীর হোসেন মীরের খীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তার অন্য ভাইরেয়া প্রবাসী। প্রবাসী ভাইদের নতুন বাড়িতে গ্রেফতারী পরোয়ানাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী স্থানীয় আবুল সৈয়দ এর পুত্র আবদুল আলম, আবদুল আলমের পুত্র ধর্ষনের মামলায় জেলকাটা আসামী রায়হান উদ্দিন এদের নেতৃত্বে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আক্ষেপ প্রকাশ করে জানান, চিহ্নিত এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকলেও পুলিশ তাদের গ্রেফতার করতে পারেন না।
২৮ জানুয়ারি ভুক্তভোগী পরিবারের পক্ষে খালেদা বেগম বাদি হয়ে দক্ষিণ রঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে আবদুল আলম, রায়হান ছাড়াও আবু ছৈয়দের পুত্র মাহাবুব আলম, শাহ আলম , আবদুল আজিজের পুত্র মো. মিজান, মৃত সোনা মিয়ার পুত্র আবুল আজিজকে অভিযুক্ত করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহেদুল ইসলামের নির্দেশক্রমে এস আই ইসমাইল এর নেতৃত্বে পুলিশ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ব্যক্তি মালিকানাধীন সেগুন বাগানের বেশকিছু গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি ভুক্তভোগী পরিবারের সদস্যদের এসব চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
