শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

মহানগর বিএনপি এক মাসে থানা-ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

সম্মেলনের মাধ্যমে চট্টগ্রাম মহানগর বিএনপির ১৫ থানা ও ৪৩ সাংগঠনিক ওয়ার্ডের আহ্বায়ক কমিটি গঠনের কাজ এক মাসে শেষ করতে বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় দলের কেন্দ্রীয় অফিসে চট্টগ্রাম মহানগর বিএনপির পাঁচ নেতার সাথে স্কাইপিংয়ের মাধ্যমে সভা করে তিনি এ কথা বলেন। ওইদিনের সভায় উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এমএ আজিজ, এডভোকেট আবদুস সাত্তার ও সৈয়দ আজম উদ্দিন।

বিএনপিসূত্র জানায়, মহানগর বিএনপির আওতাধীন রয়েছে ১৫ থানা ও ৪৩ সাংগঠনিক ওয়ার্ড। ইতোমধ্যে কমিটি গঠনের প্রক্রিয়া হিসেবে মহানগর বিএনপি ধারাবাহিকভাবে ওয়ার্ডভিত্তিক রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা ও প্রতিনিধি সভা করে যাচ্ছে। গত ২০ জানুয়ারি থেকে এসব সভা শুরু হয়। এর মধ্যে ১২টি ওয়ার্ডের সভা সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ৩১টি ওয়ার্ডের সভা দ্রুততার সাথে শেষ করতে উদ্যোগ নিয়েছে নগর বিএনপি।

সূত্র আরও জানায়, ২০২৪ সালের ৭ জুলাই এরশাদ উল্লাহকে আহ্বায়ক ও নাজিমুর রহমানকে সদস্য সচিব করে মহানগর বিএনপির দুই সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্র। এর প্রায় চার মাস পর গত ৪ নভেম্বর ৫৩ সদস্যে উন্নীত করা হয় আহ্বায়ক কমিটি। এরপর গত ৩ ডিসেম্বর মহানগর বিএনপি সংবাদ সম্মেলন করে ভেঙে দেয় নগরীর ১৫ থানা ও ৪৩ সাংগঠনিক ওয়ার্ডের মেয়াদোত্তীর্ণ কমিটি। ওই সময় বলা হয়েছিল, প্রতি থানা ও ওয়ার্ড আহ্বায়ক কমিটির আকার হবে ৪১ থেকে ৫০ সদস্যের। দলের ‘আন্দোলন-সংগ্রামে’ অংশ নেয়ার পাশাপাশি সামাজিক মর্যাদা আছে এমন ব্যক্তিরাই প্রাধান্য পাবেন আহ্বায়ক কমিটির শীর্ষ পদে। এ আহ্বায়ক কমিটি গঠনের দুই মাসের মধ্যে কাউন্সিল করা হবে থানা ও ওয়ার্ডে।

জানতে চাইলে নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শওকত আজম খাজা (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) দৈনিক পূর্বকোণকে বলেন, গত ২ ফেব্রুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্রীয় অফিসে চট্টগ্রাম মহানগর বিএনপির পাঁচ নেতার সাথে স্কাইপিংয়ের মাধ্যমে সভা করেন। সভায় তিনি আগামী এক মাসের মধ্যে মহানগরের সব থানা ও ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের নির্দেশনা দেন। ইতোমধ্যে কমিটি গঠনের প্রক্রিয়া হিসেবে মহানগর বিএনপি ধারাবাহিকভাবে ওয়ার্ডভিত্তিক রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা ও প্রতিনিধি সভা করে যাচ্ছে। গত ২০ জানুয়ারি থেকে এসব সভা শুরু হয়েছে। এর মধ্যে ১২টি ওয়ার্ডের সভা সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ৩১টি ওয়ার্ড ও ১৫ থানা বিএনপির সভা শেষ করতে প্রতিদিন ২টি করে সভা করা হবে।

নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান দৈনিক পূর্বকোণকে বলেন, আগামী ৮ মার্চ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কেন্দ্রীয় অফিসে চট্টগ্রাম মহানগর বিএনপির পুনরায় সভা হবে। ওই সভায় মহানগরের ১৫ থানা ও ৪৩ ওয়ার্ড বিএনপি কমিটি গঠনের সর্বশেষ অগ্রগতি জানানো হবে।

শেয়ার করুন