চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিন রাঙ্গুনিয়া থানার সারাশিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়ীতে এলাকার চিহ্নিত দুবৃর্ত্তদের হামলা সংঘঠিত হয়েছে। গতকাল গভীর রাতে সশস্ত্র ১০/১২ জনের সংঘবদ্ধ চিহ্নিত দল জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাত ১২টার দিকে হানা দেয়। বাড়িতে কোন পুরুষ সদস্য না থাকায় সশস্ত্র দলের সদস্যরা মহিলাদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। এতে ঘরে থাকা মহিলারা ভীতসন্ত্রস্থ হয়ে পড়েন। সশস্ত্র দলের সদস্যরা মহিলাদের গায়ের স্বর্ণ খুলে নেন এবং মহিলাদের মারধর এবং ঘরের আসবাব পত্র তছনছ করে আলমারী ভেঙ্গে নগদ ৩০ হাজার টাকা, ২/৩ ভরি স্বর্ণালংকার ও একটি দামী মোবাইল সেট লুট করে নিয়ে যায়। মহিলাদের গায়ে থাকা এসব স্বর্ণালংকার খুলে নেয়ার ঘটনা প্রায় ঘন্টাব্যাপী কার্যক্রম চলে এবং গৃহ ত্যাগ করে। এব্যাপারে গৃহকর্তা মারধরের ঘটনায় মুর্তজা বেগম বাদি হয়ে ১৫ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছে।
দক্ষিন রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, এবং লুট করে নেয়া মালামাল উদ্ধারের চেষ্টায় অভিযান অব্যহত রেখেছি। তবে ঘটনাটি জমি সংক্রান্ত কিন্তু রাতে ঘটনা সংগঠিত করা আইন সংগত নয়, তাই আসামী ব্যাপারে ব্যবস্থা নিতে জোর তৎপরতা নেয়া হচ্ছে।
