শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

ডিসি পার্ক তিন দিন বন্ধ ঘোষণা,সংঘর্ষের ঘটনায় থানায় মামলা

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে সংঘর্ষের ঘটনার একদিন পর বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ৩টার সময় হঠাৎ ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ৩৪ জনের নামে বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন।

এদিকে ফুল উৎসবকে ঘিরে বরাদ্দ নেওয়া স্থায়ী-অস্থায়ী দোকানদার ও বিনোদন রাইট (নগরদোলা, ট্রেন, নৌকা) এর মালিকগণ ক্ষতির সম্মুখীন হওয়ার কথা জানিয়ে ক্ষতিপূরণ দাবি করছেন। মাসব্যাপী ফুল উৎসবে স্থায়ী ৬টি ও অস্থায়ী ৪৭ দোকান সরিয়ে নিতে বলা হয়েছে। পার্ক বন্ধ ঘোষণার পর থেকে গেটে টিকেট বন্ধ রাখা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাতে ডিসি পার্কের সামনে ট্রাক ও লরি দাঁড় করানোকে কেন্দ্র করে পার্কের গেটের সামনে থাকা প্রাইভেটকার পার্কিংয়ের দায়িত্বে থাকা লোকদের ও সিকিউরিটি গার্ডদের সঙ্গে লরি চালক ও সহকারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ করে অবরোধ করে চালক-শ্রমিকরা। ১০ ঘন্টা পর বুধবার সকালে ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদসহ সংগঠনটির কয়েকজন নেতাকর্মী গিয়ে অবরোধকারীদের সঙ্গে বৈঠক করেন। তাদের দেওয়া আশ্বাসে বুধবার ভোর ৬টার দিকে শ্রমিকেরা সড়ক ছাড়েন।

কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে তারা আবার চার দফা কর্মসূচি দিয়ে কর্মবিরতি শুরু করে।

চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের বলেন, ডিসি পার্ক বন্ধ না হলে বন্দর বন্ধ থাকবে। আমাদের শ্রমিকদের যারা মারধর করেছে তাদের বিচার করতে হবে। সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বসলেও কোন সমাধান দিতে পারেননি। তাই আমাদের শ্রমিকরা গাড়ি বন্ধ রেখে কর্মবিরতি অব্যাহত রেখেছে।

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবে বরাদ্দ পাওয়া দোকানের মালিক আবদুর রহিম ও মো. তারেক মামুন বলেন, লক্ষ টাকা দিয়ে দোকান বরাদ্দ নিলেও নানা ঝামেলার কারণে কোন ব্যবসা হয়নি। এছাড়া মঙ্গলবার সংঘর্ষের ঘটনায় দোকানের অধিকাংশ মালামাল ভাংচুর লুটপাট হয়। এতে চরম ক্ষতি হয়েছে। তিনি দোকান বরাদ্দ নেওয়ার টাকা থেকে অর্ধেক হলেও ক্ষতিপুরণ হিসাবে ফেরৎ দেওয়ার দাবি জানান।

সীতাকুণ্ড মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি মজিবুর রহমান বলেন, চট্টগ্রাম জেলা প্রাইম মোবার লরি সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ৩০ থেকে ৩৫ জনের নামে মামলা করা হয়েছে। অভিযুক্তদেরকে গ্রেফতার করার চেষ্টা চলছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি), সিনিয়র সহকারী কমিশনার (অবমূল্যায়ন শাখা, রিট সেল) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন বলেন, প্রাইম মুভার সংশ্লিষ্ট সংগঠন সাথে আলোচনার বিষয়ে কিছু জানিনা। কিন্তু ডিসি পার্ক তিন দিনের জন্য বন্ধ থাকবে।

শেয়ার করুন