শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চেয়ারম্যানের পদ ফিরে পেলেন গণ্ডামারার লেয়াকত

মুহাম্মদ মহিউদ্দিন, বিশেষ প্রতিনিধি।

দীর্ঘ এক বছর ১১ মাস ৩ দিন পর নিজের পদ ফিরে পেলেন চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলী।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসিফের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ লেয়াকত আলীকে সাময়িক বরখাস্তের আদেশ বাতিল করে চেয়ারম্যান পদে পুনর্বহালের আদেশ দেন। লেয়াকত আলীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল ও মুহম্মদ মিজানুর রহমান।

এরআগে, ২০২৩ সালের ৬ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে লেয়াকত আলীকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকে পদটি শূন্য ছিল এবং ওসমান গণী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা গেছে, ২০১৮ সালের ৪ জুন বাঁশখালী আলাওল ডিগ্রী কলেজ মাঠে উপজেলা বিএনপির ব্যানারে এক ইফতার মাহফিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানকে কটুক্তি ও রাষ্ট্রদ্রোহীমূলক অভিযোগে এবং চট্টগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সুপারিশে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪ (খ) (ঘ) ধারা অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় চেয়ারম্যান লেয়াকত আলীকে।

তাৎক্ষণিক লিয়াকত আলী থেকে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, চেয়ারম্যানের পদটি পুরনো পদ। তবে দীর্ঘ দুই বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমার এলাকার জনগণ থেকে আমাকে দূরে সরিয়ে রাখছিল। আমার বিরুদ্ধে যে অভিযোগ এনে সাময়িক বহিষ্কার করা হয়েছে তাও বিধিবহির্ভূত হয়নি।স্থায়ীভাবে বহিষ্কার করার সুযোগ না থাকায় আমি জেলে থাকা অবস্থায় চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্তের চিঠি পাঠানো হয় কারাগারে। নিয়মমাফিক আগে শোকজ করে পরে বরখাস্তের আদেশ দেওয়ার কথা। কিন্তু তারা প্রথমেই সাময়িক ভাবে বরখাস্ত করে পরে শোকজ করেছে আমাকে ।এক কথায় আমার উপর জুলুম করা হয়েছিল।পরবর্তীতে এই বিষয়ে ১৮ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছি সংশ্লিষ্ট দপ্তরে।ভেবেছিলাম ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর আমার চেয়ারম্যানের পদটি আমি ফিরে পাব। কিন্তু তাও আমার পক্ষে সহজ হয়নি বর্তমানেও ফ্যাসিস্ট সরকারের আমলারা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। যার কারণে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দারস্ত হতো হল আমাকে। তিনি বলেন জনগণ যেহেতু আমাকে ভালবাসে তাই জনগণের মাঝে ফিরে আসতে পেরে আমি খুবই আনন্দিত।

আরও পড়ুন  করোনাভাইরা‌সের ২১২ জনের মৃত্যুতে নতুন রেকর্ড, প্রাণহানি ১৬ হাজার ছাড়ালো

ইউনিয়নের রাস্তাঘাট জনদুর্ভোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, একজন চেয়ারম্যান ইউনিয়নের কতটুকু কাজ করার ক্ষমতা রাখে। বাজেট অপ্রতুল যার কারণে কাজ করা সম্ভব হয় না। অধিকাংশ রাস্তা এস আলম পাওয়ার প্লান্ট এর গাড়ি চলাচলের কারণে নষ্ট হয়ে গেছে। তারপরেও নিজ অর্থায়নে ৯ কোটি টাকার রাস্তা করেছি। এখনো তো বিএনপি সরকার আসেনি সুযোগ পেলেই কাজ করব।

প্রসঙ্গত , সম্প্রতি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে তাকে যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়।দ

শেয়ার করুন