শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

গত ২৪ ঘন্টায় সিএমপি’র অভিযানে ৩০ জন আটক

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাকারী, সহযোগী ও অবৈধ অস্ত্রধারীসহ মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সিএমপি সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের ০০.০১ ঘটিকা থেকে ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত নগরীর বিভিন্ন থানায় পরিচালিত বিশেষ অভিযানে বাকলিয়া, চান্দগাঁও, চকবাজার, পাহাড়তলী, ডবলমুরিং, সদরঘাট, বায়েজিদ বোস্তামী, হালিশহর, পতেঙ্গা, পাঁচলাইশ, খুলশী, কর্ণফুলী, আকবরশাহ, এবং কোতোয়ালী থানা থেকে একাধিক মামলার আসামিদের আটক করা হয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা, যারা সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানোসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, অভিযানের সময় কয়েকজন অবৈধ অস্ত্রধারীকেও গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রয়েছে।

শেয়ার করুন